যোগ ও ন্যাচারোপ্যাথির কোর্স করুন
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগ ও ন্যাচারোপ্যাথির সভাপতি ডাঃ তুষার শীল জানান, ভারতের প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথির চিকিৎসার সরকারি কাউন্সিল পরিচালিত যোগ ও ন্যাচারোপ্যাথির ট্রেনার কোর্সে নতুন সেশনে ভরতি নেওয়া হচ্ছে। এটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অনুমোদিত ১ বছরের কোর্স।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ভরতির জন্য আবেদন করতে পারেন। বয়সের কোনো কড়াকড়ি নেই। ১ বছরের কোর্সে রয়েছে অ্যাপ্লায়েড অ্যানাটমি, ফিজিওলজি, ফিজিওথেরাপি, মাইক্রোবায়োলজি সহ অন্যান্য বিষয়।
সীট : ৬৫ টি।
থিওরির পাশাপাশি হাতে কলমে প্র্যাক্টিক্যাল ক্লাস হবে। এই কোর্স করার পর সরকারি বেসরকারি আয়ুষ হাসপাতালে স্বীকৃত পেশাদার হিসাবে চাকরির সুযোগ আছে। এছাড়া নিজেরাও প্র্যাক্টিস করতে পারেন। অতিমারির জন্য অনলাইনে ক্লাস হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই ঠিকানায় : ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, পূর্ত ভবন, রুম নং ১০৭, প্রথম তল, ব্লাক - ডিএফ, সেক্টর -।, বিধাননগর, কলকাতা - ৭০০ ০৯১। ফোন : ৯৮৩০০৭৭৭২০।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন