পূর্ব রেলে 'হল্ট এজেন্ট' নিয়োগ
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অধীন তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে গোঘাটা হল্ট স্টেশন ও রামপুরহাট দুমকা লাইনে কুরভা হল্ট স্টেশনে আর শিয়ালদহ ডিভিশনের পলাশি স্টেশনে অসংরক্ষিত টিকিট বিক্রির জন্য 'হল্ট এজেন্ট' বা টিকিট বুকিং এজেন্ট নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে অন্তত ১৮ বছর।
যে স্টেশনের জন্য দরখাস্ত করবেন প্রার্থীকে সেই স্টেশনের স্থানীয় বাসিন্দা হতে হবে। ৩/৫ বছরের চুক্তিতে নেওয়া হবে।
দরখাস্ত দেখে প্রার্থী বাছাই হবে। দরখাস্ত বাছাই হবে ১৮ নভেম্বর।
দরখাস্ত করবেন করবেন সাধারণ কাগজে, নিদিষ্ট বয়ানে। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন............ স্টেশনে হল্ট এজেন্টের জন্য আবেদন।
গোগাট ও কুরভা স্টেশনের বেলায় দরখাস্ত ডাকে বা হাতে হাতে জমা দেবেন ১৭ নভেম্বরের মধ্যে।
এই ঠিকানায় : The Divisional Railway Manager (Commercial), Eastern Railway,
Howrah Division, Yatri Nivas, 6th Floor, Howrah - 711101.
পলাশি স্টেশনের বেলায় দরখাস্ত ডাকে বা হাতে হাতে জমা দেবেন ২৯ নভেম্বরের মধ্যে।
এই ঠিকানায় : The Sr.Divisional Commercial Manager, Eastern Railway, Sealdaha
Division, DRM Building, Room No.44, Kolkata- 14.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন