পশ্চিমবঙ্গ আয়ুষ সমিতি 'ডিস্ট্রিক্ট প্রোগ্ৰাম ম্যানেজার' পদে লোক নিয়োগ
পশ্চিমবঙ্গ আয়ুষ সমিতি 'ডিস্ট্রিক্ট প্রোগ্ৰাম ম্যানেজার' ও 'ডাটা এন্ট্রি অপারেটর' পদে ৪৪ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ডিস্ট্রিক্ট প্রোগ্ৰাম ম্যানেজার : আয়ুষ সংক্রান্ত বিষয় নিয়ে ডিগ্ৰি কোর্স পাশরা হেলথকেয়ার ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স এর এম.বি.এ হেলথ / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্ৰি কিংবা হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার ম্যানেজমেন্টের ২ বছরের পোস্ট - গ্ৰ্যজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য। কম্পিউটারে এম.এস অফিস সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। পাব্লিক হেলথ সংক্রান্ত কাজে অন্তত ৩ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স : বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক : মাসে ৪২,০০০ টাকা।
শূন্যপদ : আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্ৰাম, কালিমপং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর জেলায় ১ টি করে মোট ২২ টি।
ডাটা এন্ট্রি অপারেটর : কম্পিউটার অ্যাপ্লিকেশন, আই.টি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্ৰি কোর্স পাশ কিংবা বি.টেক (সি.এস), আই.টি, বি.সি.এ, বি.বি.এ, বি.এসসি আই.টি কোর্স পাশরা যোগ্য। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১ বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য। কম্পিউটারে এম.এস অফিস সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। কোনো সংস্থায় ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০ টি ও বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত ২৫ টি শব্দ তোলার গতি থাকলে ভালো হয়। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স : বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক : মাসে ২০,০০০ টাকা।
শূন্যপদ : আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্ৰাম, কালিমপং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর জেলায় ১ টি করে মোট ২২ টি।
প্রার্থী বাছাইয়ের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ২৫ নম্বর, কম্পিউটার টেস্টে থাকবে ২৫ নম্বর ও ইন্টারভিউয়ে থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় সফল ২৫ গুণ প্রার্থীকে কম্পিউটার টেস্টে ডাকা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.wbhealth.gov.in প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দেবেন ১৭ নভেম্বরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর আবার ওই ওয়েবসাইটে গিয়ে চুড়ান্তভাবে সাবমিট করবেন ২০ নভেম্বরের মধ্যে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন