ন্যাশনাল ফোর্স আকাদেমি সামরিক ও আধা সামরিক বাহিনীতে সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ক্ষেত্রে এক বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
আই এস ও অনুমোদিত প্রতিষ্ঠান। এখানে ভরতি নেওয়া হচ্ছে এই সব চাকরির পরীক্ষার জন্য- কেন্দ্র ও রাজ্য সরকারের সামরিক ও আধা সামরিক বাহিনীর চাকরি পরীক্ষা, কেন্দ্রীয় সরকারের এসএসসি, রেলওয়ে, ব্যাঙ্ক ও রাজ্য সরকারের সিভিল সার্ভিস, পিএসসি ক্লার্ক, পিএসসি মিসলেনিয়াস, প্রাইমারি টেট, সেন্ট্রাল টেট, কেপিএস, এসএসসি সহ অন্যান্য পরীক্ষার। প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব রয়েছেন ভারপ্রাপ্ত সিআরপিএফ সঞ্জয় স্যার। ছাত্র ছাত্রীদের জন্য আলাদা থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। অনলাইন ও অফলাইনে ক্লাসের সুবিধা আছে। সংস্থার আধিকারিক জানান, চাকরি পাওয়ার জন্য দরকার সঠিক গাইডেন্স ও নির্ভরযোগ্য প্রশিক্ষণ কেন্দ্র। ভরতির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় - ন্যাশনাল ফোর্স আকাদেমি, রাঘবপুর মোড়, দেশবন্ধু রোড, (এসবিআই টাউন শাখার কাছে), পুরুলিয়া, পিন - ৭২৩১০১, ফোন - ৮৮৯৯০৭০৭৮৮, ৯৫৯৩৫৬৬০৮০।
ঝালদা - স্কুল মোড়, পুরুলিয়া রাঁচি রোড, ঝালদা সত্যভমা বিদ্যাপীঠের কাছে, পুরুলিয়া - ৭২৩২০২,।
ফোন - ৭৭১৭৭৭৫৩১১।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন