এই মুহূর্তের বড় খবর 16 টি ট্রেন আর চলবে না

indian railway news update



16 টি ট্রেন আর চলবে না লাভ না হওয়ার কারণ দেখিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল  ট্রেন গুলির  সবকটি বাংলা , বিহার ঝাড়খণ্ডের মধ্যে চলে  এই বাতিল  ট্রেনের মধ্যে বাংলার  পাঁচজোড়া ট্রেন  রয়েছে


Cick To Join Our - Whatsapp Group

হাওড়া-পুরুলিয়ার  আপ ডাউন লালমাটি এক্সপ্রেস আর চলবে না  একইভাবে বাতিল আপ ডাউন খড়গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস এছাড়াও আপ ডাউন শালিমার রাজ্য রানী এক্সপ্রেস , ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস  , খড়গপুর-হিজলি মেমু ট্রেনটি আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল 

 

করোনা পরিস্থিতিতে অনেক ট্রেনই বাতিল ছিল তার মধ্যে এই ট্রেনগুলি পুরোপুরি আর না চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায় বাতিল হওয়া ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য রাঁচি-পটনা এসি এক্সপ্রেস   ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে বিহারের রাজধানী পাটনা গামী এই ট্রেনটি  কোডারমা হাজারীবাগ হয়ে যেত খড়গপুর - পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং শালীমার আদ্রা রাজ্যরানী এক্সপ্রেস একটা সময়ে বাংলার খুবই জনপ্রিয় ট্রেন ছিল একই  ভাবে পুরুলিয়া -ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস , খড়গপুর-হিজলি মেমু ট্রেন গুলির মাধ্যমে স্থানীয় যাত্রীরা উপকৃত হতেন  কিন্তু রেলের বক্তব্য ইদানিং এই ট্রেনগুলিতে একেবারেই যাত্রী হচ্ছে না

জাতীয় তথ্য জানার অধিকার আইনে একটি আবেদনের প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছে রেল বাতিল হওয়া সবকটি ট্রেনই  দক্ষিণ-পূর্ব রেলের কেনো এই ট্রেনগুলি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো তার যুক্তি হিসেবে রেল  জানিয়েছে এই ট্রেন গুলিতে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না অলাভজনক হিসেবে চিহ্নিত করে ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post