রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি শুরু
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বাংলা ও ইংরিজি ভাষা পেপার সহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশরাও আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ বা অন্য কোনো অনুমোদিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসফল পরীক্ষর্থীরাও আবেদন করতে পারেন। যে সব প্রার্থীরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে ভর্তি হয়ে ৫ বছরের নির্ধারিত সময় সীমার মধ্যে সব বিষয়ে পাশ করতে পারেননি বা পারবে না, তাঁরা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে ভর্তি হয়ে বাকি বিষয়গুলিতে পরীক্ষা দিতে চাইলে তাঁরাও যোগ্য। পড়ানো হবে এইসব বিষয়ে : বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা, হিসাবশাস্ত্র, কারবার সংগঠন ও ব্যবস্থাপনা, অর্থনৈতি ভূগোল, অঙ্ক, জীববিদ্যা, রসায়নবিদ্যা ও পদার্থবিদ্যা।
বিষয় নির্বাচন করতে পারবেন বাংলা ও ইংরিজি বিষয় আর ঐচ্ছিক বিষয় হিসাবে যে কোনো ৩ টি বিষয় নিতে হবে এইসব কম্বিনেশন বিষয় হিসাবে নিয়ে : ইতিহাস ও অঙ্ক, রাষ্ট্রবিজ্ঞান ও রসায়ন, শিক্ষা ও পদার্থবিদ্যা, হিসাবশাস্ত্র ও জীববিদ্যা, কারবার সংগঠন ও ব্যবস্থাপনা, অর্থনৈতিক ভূগোল। ঐচ্ছিক বিভাগের বাকি ৩ টি গুচ্ছের মধ্য থেকে একটি বিষয় অতিরিক্ত ঐচ্ছিক হিসাবে নিতে হবে। নির্বাচিত ৪ টি ঐচ্ছিক বিষয়েথ মধ্যে পরীক্ষায় যে বিষয়ে সবচেয়ে কম নম্বর পাবেন, সেটিই অতিরিক্ত ঐচ্ছিক বিষয় হিসাবে গণ্য হবে।
বিজ্ঞান বিষয় নেওয়ার সব প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৩৪% নম্বর পেতে হবে।
প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের ২ টি পত্রের পরীক্ষা হবে। প্রতি বিষয়ের উত্তরণ মান শতকরা ৩০। দুটি পত্রে একত্রে কমপক্ষে ৬০ নম্বর পেতে হবে। বাংলা ও ইংরিজি সহ ৩ টি ঐচ্ছিক বিষয়ে পাশ করতে হবে। ভর্তি হওয়ার ১ বছরের পর সর্বাধিক ৩ টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় বছরে নির্বাচিত বিষয়ে বা এক সঙ্গে সব বিষয়ের পরীক্ষা দেওয়া যাবে। ভর্তির সময় যাবতীয় বই পত্র দেওয়া হবে। ক্লাস হয় সাধারণত ছুটির দিন বা কাজের দিন সন্ধ্যাবেলায় কাছাকাছি স্টাডি সেন্টারে।
দরখাস্ত করবেন নিদিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ও প্রস্পেক্টাস হাতে হাতে পাবেন ৫ ডিসেম্বর পর্যন্ত, প্রায় ২৪৩ স্টাডি সেন্টার থেকে। আগ্ৰহী প্রার্থীরা সংসদের অনুমোদিত পাঠ্যকেন্দ্র থেকে অনলাইনে ভরতি হতে পারবেন। অফলাইনে ভরতি করা হবে না। আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন সংসদের অফিসের ঠিকানায় : পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, বিকাশভবন, তৃতীয় তল, পূর্বপার, বিধান নগর, কলকাতা - ৯১।
ফোন : (০৩৩) ২৩২১৩২৬১।
ওয়েবসাইটে : www.wbcros.in.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন