স্কুল খোলা নিয়ে শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা
16 ই নভেম্বর খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । কিভাবে মানতে হবে করোনা বিধি । এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইনও প্রকাশ করা হয়েছে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
16 ই নভেম্বর স্কুল খুলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর । সেই সংক্রান্ত টাইমটেবিল বেঁধে দিল শিক্ষাদফতর । মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যৌথ নির্দেশিকায় বলা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী এই চারটি ক্লাসকে দু ভাগে ভাগ করে ক্লাস শুরু করতে হবে । নবম শ্রেণী ও একাদশ শ্রেণি এবং দশম ও দ্বাদশ শ্রেণি এই ভাবে আলাদা টাইমে ক্লাস শুরু হবে ।
একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে 10 টা থেকে । চলবে সাড়ে 3 টে পর্যন্ত । 10 টা থেকে ক্লাস শুরু হবে তাই নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর 30 মিনিট আগে স্কুলে আসতে হবে । মানে সাড়ে 9 টার সময় স্কুলে আসতে হবে ।
একই ভাবে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 11 টা থেকে । চলবে সাড়ে 4 টে পর্যন্ত । নবম ও একাদশ শ্রেণির মতোই দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরও ক্লাস শুরু 30 মিনিট আগে স্কুলে আসতে হবে । অর্থাৎ দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাড়ে 10 টার সময় স্কুলে আসতে হবে । ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষাকর্মী সবাইকেই মাক্স পড়ে স্কুলে আসতে হবে । সাথে আনতে হবে নিজ নিজ জলের বোতল ও স্যানিটাইজার । নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে ।
পর্ষদ আরো জানিয়েছে স্কুল শুরুর এক ঘন্টা আগে স্কুলে আসতে হবে শিক্ষকদের । অর্থাৎ সকাল নটার সময় স্কুলে আসতে হবে শিক্ষকদের । প্রায় টানা 7 ঘণ্টা স্কুলে থাকতে হবে শিক্ষকদের । মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যৌথ নির্দেশিকায় দুশ্চিন্তায় শিক্ষকদের একাংশ । শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন - আগের সময় সকাল 10 টা 40 মিনিটে প্রার্থনা এবং 10:45 এ ক্লাস শুরু সেই অনুযায়ীই স্কুল শুরু হোক । বহু শিক্ষক-শিক্ষিকারা দূর-দূরান্ত থেকে আসেন । এত সকালে বহু পড়ুয়ারও স্কুলে আসতে সমস্যা হতে পারে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন