ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে লোক নিয়োগ
ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড 'জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্ৰেড - ।।', "অ্যাটেন্ড্যান্ট গ্ৰেড -।' ও 'লোকো অ্যাটেন্ড্যান্ট গ্ৰেড -।।।' পদে ১৭৯ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্ৰেড -।।। (প্রোডাকশন) : ফিজিক্স,কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) যোগ্য। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলেও যোগ্য।
মূল মাইনে : ২৩, ০০০-৫৬,৫০০ টাকা।
শূন্যপদ : ভাতিন্ডা ইউনিটে (পোস্ট কোড 01) ২৬ টি (জেনাঃ ১২, তঃজাঃ ৭, ও.বি.সি ৫, ই.ডব্লু.এস ২)। পানিপথ ইউনিটে (পোস্ট কোড 01) ৪০ টি (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, ও.বি.সি ১০, ই.ডব্লু.এস ৪)। এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ৬। বিজয়পুর ইউনিটে (পোস্ট কোড 01) ২১ টি (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ও.বি.সি ২, ই.ডব্লু.এপ ২)।
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্ৰেড - ।। (ইলেক্ট্রিক্যাল) : ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
মূল মাইনে : ২৩,০০০-৫৬,৫০০ টাকা।
শূন্যপদ : ভাতিন্ডা ইউনিটে (পোস্ট কোড 03) ১ টি (জেনাঃ)। পানিপথ ইউনিটে (পোস্ট কোড 3) ৫ টি (জেনাঃ ৪, ও.বি.সি ১)। বিজয়পুর ইউনিটে (পোস্ট কোড 03) ১ টি (জেনাঃ)।
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্ৰেড - ।। (ইন্সট্রুমেন্টেশন) : ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইন্সট্রুমেন্টেশন, প্রসেহ কন্ট্রোল ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
মূল মাইনে : ২৩,০০০-৫৬,৫০০ টাকা।
শূন্যপদ : ভাতিন্ডা ইউনিটে (পোস্ট কোড 02) ৬ টি (জেনাঃ ৪, তঃজাঃ ১, ও.বি.সি ১)। পাণিপথ ইউনিটে (পোস্ট কোড 02) ৩ টি (জেনাঃ)। বিজয়পুর ইউনিটে (পোস্ট কোড 02) ৬ টি (জেনাঃ)।
অ্যাটেন্ড্যান্ট গ্ৰেড -। (ইলেক্ট্রিক্যাল) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
মূল মাইনে : ২১,৫০০-৫০,০০০ টাকা।
শূন্যপদ : পানিপথ ইউনিটে (পোস্ট কোড 04) ৯ টি (জেনাঃ ৬, তঃজাঃ ১, ও.বি.সি ২)। ভাতিন্ডা ইউনিটে (পোস্ট কোড 07) ৬ টি (জেনাঃ ৫, তঃজাঃ ১, ও.বি.সি ১)। বিজয়পুর ইউনিটে (পোস্ট কোড 07) ৪ টি (জেনাঃ)।
অ্যাটেন্ড্যান্ট গ্রেড -। (মেকানিক্যাল) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
মূল মাইনে : ২১,৫০০-৫০,০০০ টাকা।
শূন্যপদ : ভাতিন্ডা ইউনিটে (পোস্ট কোড 06) ৩ টি (জেনাঃ ১, ও.বি.সি ১, গ.ডব্লু.এস ১)। বিজয়পুর ইউনিটে (পোস্ট কোড 06) ১৪ টি (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ও.বি.সি ২, ই.ডব্লু.এস)।
লোকো অ্যাটেন্ড্যান্ট গ্ৰেড - ।।। : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে মেকানিক ডিজেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। মাধ্যমিক পাশরা মেকানিক ডিজেল ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাশ হলেও যোগ্য।
মূল মাইনে : ২১, ৫০০-৫২,০০০ টাকা।
শূন্যপদ : পাণিপথ ইউনিটে (পোস্ট কোড 05) ৫ টি (জেনাঃ ৪, ও.বি.সি ১)। বিজয়পুর ইউনিটে (পোস্ট কোড 06) ৮ টি (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি ১)। ভাতিন্ডা ইউনিটে (পোস্ট কোড 05) ৬ টি (জেনাঃ ৩, তঃজাঃ ২, ও.বি.সি ১)।
ওপরের সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ৩০-৯-২০২১ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলী, ও.বি.সি রা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন অবজেক্টিভ টাইপের টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে পূর্ব ভারতে কলকাতায়। ২ ঘন্টার পরীক্ষায় ১৫০ টি প্রশ্ন হবে। এর মধ্যে ১০০ টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার ওপর আর ৫০ টি প্রশ্ন হবে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, রিজনিং ও জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস বিষয়ে। নেগেটিভ মার্কিং নেই।
দরখাস্ত করবেন অনলাইনে ১০ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.nationalfertilizers.com এজন্য বৈধ একটি ই - মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, আইডেনটিটি প্রুফ জে.পি.ই.জি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। এবার পরীক্ষা ফী বাবদ ২০০ টাকা (ব্যাঙ্কিং চার্জ আলাদা) ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন