ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া 'অ্যাপ্রেন্টিস' হিসাবে ৩০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), টার্নার, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, কার্পেন্টার বা প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য।
Cick To Join Our - Whatsapp Group
বয়স : বয়স হতে হবে ২-১১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
শূন্যপদ : ফিটার ৮ টি, ইলেক্ট্রিশিয়ান ৮ টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ৪ টি, টার্নার / মেশিনিস্ট ৩, মেকানিক ডিজেল ৩ টি, কার্পেন্টার ২ টি, প্লাম্বার ২ টি।
প্রার্থী বাছাই হবে মাধ্যমিক ও আই.টি.আই কোর্সে পাওয়া নম্বর দেখে। মনোনিত হলে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। তখন থাকা খাওয়া প্রার্থীর নিজের খরচে করতে হবে।
দরখাস্ত করবেন অনলাইনে ২ নভেম্বরের মধ্যে। প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে : http://apprenticeshipindia.org এজন্য বৈধ একটি ই - মেল আই.ডি থাকতে হবে। প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন