ঘোষণা করা হলো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সূচি । জানুন বিস্তারিত
নভেম্বরের 16 তারিখ স্কুল খুলবে । সেটা ঘোষণার পর থেকে সবথেকে চর্চিত বিষয় ছিল 2022 সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে ? কারণ করানোর জেরে স্কুল বন্ধ ছিল ? তার উপর 2021 সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছিল ।
Cick To Join Our - Whatsapp Group
তাই শিক্ষক -শিক্ষিকা ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে ? আজ সেই বিষয়েই ইতি টানলো শিক্ষাদপ্তর । ঘোষণা করা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । 7 ই মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । আর 2 রা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির কারণে নিজের স্কুলেই পরীক্ষা দেবে উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীরা । তবে মাধ্যমিকের পড়ুয়ারা সেই সুযোগ পাবে না। অর্থাৎ তাদের অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে ।
7 ই মার্চ সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। 11টা 45 মিনিট থেকে শুরু হবে শেষ হবে 3 টের সময় । প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবে ছাত্রছাত্রীরা ।
মাধ্যমিক পরীক্ষার রুটিন :
7 মার্চ সোমবার - প্রথম ভাষা
8 মার্চ মঙ্গলবার -দ্বিতীয় ভাষা
9 মার্চ বুধবার - ভূগোল
11 ই মার্চ শুক্রবার - ইতিহাস
12 ই মার্চ শনিবার - জীবনবিজ্ঞান
14 ই মার্চ সোমবার - অংক
15 ই মার্চ মঙ্গলবার - ভৌতবিজ্ঞান
16 ই মার্চ বুধবার - ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
2 রা এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 10 টা থেকে চলবে 1টা 15 মিনিট পর্যন্ত । ওই দিনই চলবে একাদশ শ্রেণির পরীক্ষা । শুরু হবে 2 টো 45 মিনিট থেকে চলবে 5 টা পর্যন্ত ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন :-
2রা এপ্রিল শনিবার - প্রথম ভাষা
4 ঠা এপ্রিল সোমবার - দ্বিতীয় ভাষা
5 এপ্রিল মঙ্গলবার - ভোকেশনাল সাবজেক্ট
6 এপ্রিল বুধবার - বায়োলজিক্যাল সাইন্স , বিজনেস স্টাডিজ , পলিটিক্যাল সাইন্স
8 ই এপ্রিল শুক্রবার - অংক , ইতিহাস
9 ই এপ্রিল শনিবার - কম্পিউটার সাইন্স , মডার্ন কম্পিউটার ,অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন , মিউজিক , ভিজুয়াল আর্টস
11 এপ্রিল সোমবার - ফিজিক্স , নিউট্রিশন , এডুকেশন , অ্যাকাউন্টান্সি
13 এপ্রিল বুধবার - কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং ফিলোজফি , সাইকোলজি
16 এপ্রিল শনিবার - কেমিস্ট্রি , ইকোনমিক্স , জার্নালিজম , পার্শিয়ান, আরবিক , ফ্রেঞ্চ
18 এপ্রিল সোমবার - ভূগোল , হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
20 এপ্রিল বুধবার - ইকোনমিক্স।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন