কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মিশ্র ধাতু নিগম লিমিটেডে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মিশ্র ধাতু নিগম লিমিটেড 'গ্ৰ্যজুয়েট অ্যাপ্রেন্টিস' ও 'টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস' হিসাবে ৭০ জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডে আবেদনের যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
গ্ৰ্যজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি : সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মেটালার্জি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনফর্মেশন টেকনোলজির ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : মেটালার্জিতে ১২ টি, মেকানিক্যাল ১২ টি, ইলেক্ট্রিক্যাল ৮ টি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনফর্মেশন টেকনোলজি ৪ টি, সিভিলে ৪ টি।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস : সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মেটালার্জি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনফর্মেশন টেকনোলজি, কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাক্টিসের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : মেটালার্জিতে ৮ টি, মেকানিক্যাল ১০ টি, ইলেক্ট্রিক্যাল ৫ টি, সিভিলে ২ টি, কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাক্টিস ৫ টি।
১ বছরের ট্রেনিং। স্টাইপেন্ড টেকনিশিয়ান ট্রেডে মাসে ৮,০০০ টাকা ও গ্ৰ্যজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেডে ৯,০০০ টাকা। আগে কোনো অ্যাপ্রেন্টিস নিয়ে থাকলে যোগ্য নন। ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯,২০২০ ও ২০২১এর মধ্যে।
প্রার্থী বাছাই হবে ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্সে পাওয়া নম্বর আর ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে। এরপর মেধা তালিকা তৈরি হবে। তারপর ডাক্তারি পরীক্ষা।
প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে, ১০ নভেম্বরের মধ্যে। গ্ৰ্যজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি ও ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনি (ডিপ্লোমা) ট্রেডের বেলায় এই ওয়েবসাইটে : www.mhrdnats.gov.in নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবেন। নাম রেজিস্ট্রেশন করার ১ দিন পর মিশ্র ধাতু নিগম লিমিটেড দরখাস্ত করবেন। এজন্য ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে Establishment
Request Menu তে গিয়ে দরখাস্ত করবেন। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। যাঁরা আগে ন্যাটস পোর্টালে গিয়ে দরখাস্ত করেছেন, তাঁদের বেলায় সরাসরি ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে মিশ্র ধাতু নিগমে দরখাস্ত করতে হবে আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন