ব্যারাকপুরে আর্মির র্যালি ৫ জানুয়ারি থেকে । জানুন বিস্তারিত
অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন র্যালি হওয়ার ১৫ দিন আগে থেকে, এই ওয়েবসাইটে : www.joinindianarmy.nic.in
প্রসঙ্গত উল্লেখ্য, এই র্যালিতে এবার নেওয়া হবে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক / স্টোরকীপার, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার ট্রেডসম্যান পদে।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে নাম নথিভুক্ত করা হবে ভোর ৫ টা থেকে ৭ টার মধ্যে। নাম নথিভুক্ত করার দিনই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা, শরীরের মাপজোখ ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে।
প্রার্থী বাছাইয়ের দিন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা ২ কপি জেরক্স কপি। শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় সবল হলে লিখিত পরীক্ষা হবে। সবশেষে ডাক্তারি পরীক্ষা।
অন্যান্য জেলার র্যালি হওয়ার তারিখ এখনো ঠিক হয়নি। তবে সব জেলার র্যালি ২০২২ সালের প্রথম দিকেই হবে। কবে কোথায় র্যালি হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। অন্যদিকে, সোলজার জেনারেল ডিউটি পদে বয়স ২ বছর বাড়ছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে সে বিষয়ে আর্মি রিক্রুটিং অফিস সূত্রে জানা গেছে, এবিষয়ে কোনো তথ্য সেনাবাহিনীর ব্যারাকপুর কার্যালয়ে নেই। সেনাবাহিনীর কোনো আপডেট তথ্য পেতে সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইটে দেখতে অনুরোধ করা হচ্ছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন