আসতে চলেছে টেনের টিকিট কাটার নতুন নিয়ম
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে লোকাল ট্রেন চলতে শুরু করেছে । তবে 50% যাত্রী নিয়ে চলছে লোকাল ট্রেন । একান্ত প্রয়োজন ছাড়া ট্রেনে সফর না করার জন্য রেলের তরফ থেকে অনুরোধ করা হয়েছে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
তবে 31 শে অক্টোবর থেকে লোকাল ট্রেন চালু হবার পর থেকেই করোনার আগের ছবি দেখা যাচ্ছে লোকাল ট্রেন জুড়ে । যার ফলে আবার চিন্তা বাড়তে শুরু করেছে প্রশাসনের ।
লোকাল ট্রেনের এই উপচে পড়া ভিড়কে নিয়ন্ত্রণ করার ভাবনা চিন্তা করছে রেল কর্তৃপক্ষ । মুম্বাই রেলের অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপস আনরিজার্ভ টিকেটিং সিস্টেম বা ইউটিএস এর সঙ্গে করোনা টিকার অ্যাপ কো-উইন কে জুড়ে দেওয়ার ভাবনা চিন্তা করছে ভারতীয় রেল । সেটা হলে ওই অ্যাপ থেকে টিকিট তারাই কাটতে পারবেন যাদের দুটি টিকাই নেওয়া হয়েছে ।
করোনা টিকার যে শংসাপত্র দেওয়া হয় তাতে ছবি থাকে না তাই কাউন্টার থেকে টিকিট কাটার সময় টিকার শংসাপত্র বাধ্যতামূলক করা হলেও তা কার্যকর করা হবে না । তাই ইউটিএস অ্যাপ এর সাথে কো-উইন অ্যাপ যুক্ত করার ভাবনা চিন্তা করা হচ্ছে । তাতে এই অ্যাপের মাধ্যমে যারা টিকিট কাটছেন তাদের নিয়ন্ত্রণ করা যাবে । এর ফলে লোকাল ট্রেনের উপচে পড়া ভিড় কে নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ ।
ইউটিএস কেন্দ্রীয়ভাবে পরিচালিত টিকিট কাটার সর্বভারতীয় অ্যাপ । যদি তা কো-উইন অ্যাপের সাথে যুক্ত করা হয় তাহলে তার গোটা দেশে কার্যকর হবে । তবে পশ্চিমবঙ্গে এ পদ্ধতিতে টিকিট কাটার নিয়ন্ত্রণ কার্যকর করা হবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি । তবে পশ্চিম ও মধ্য রেল সূত্রে জানা গিয়েছে - ইতিমধ্যেই এমন ভাবনাচিন্তা শুরু হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন