ভারতীয় নৌবাহিনীতে লোক নিয়োগ

Recruitment-in-Indian-Navy


ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা কর্ণাটক রাজ্যের কারওয়ারের ্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড ২৬ টি ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে ১৭৩ জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডে আবেদনের যোগ্য


Cick To Join Our - Whatsapp Group


্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, কারওয়ারে শূন্যপদ

কার্পেন্টার : আই.টি.আই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : ১২ টি

 

ইলেক্ট্রিশিয়ান : আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : ১৬ টি

 

ইলেক্ট্রনিক্স মেকানিকআই.টি.আই থেকে ইলেক্ট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : ১৬ টি

 

ফিটার : আই.টি.আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স  পাশরা যোগ্য

শূন্যপদ : ১৬ টি

 

ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স : আই.টি.আই থেকে ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক্স সিস্টেম মেন্টেন্যান্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ইন্সট্রুমেন্ট মেকানিক : আই.টি.আই থেকে ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

মেশিনিস্ট : আই.টি.আই থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

্যাসিন (বিল্ডিং কনস্ট্রাকশন) : আই.টি.আই থেকে ্যাসন (বিল্ডিং কনস্ট্রাকশন) ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

মেকানিক ডিজেল : আই.টি.আই থেকে মেকানিক ডিজেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ১৬ টি

 

মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স : আই.টি.আই থেকে মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

মেকানিক মোটর ভেহিক্যাল : আই.টি.আই থেকে মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড .সি : আই.টি.আই থেকে মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড .সি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : ১০ টি

 

পেইন্টার (জেনারেল) : আই.টি.আই থেকে পেইন্টার (জেনারেল) ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

প্লাম্বার : আই.টি.আই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

টেলর (জেনারেল) : আই.টি.আই থেকে সিউয়িং টেকনোলজি বা ড্রেস মেকিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

শীট মেটাল ওয়ার্কার : আই.টি.আই থেকে শীট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : ১২ টি

 

ওয়েল্ডার (জি অ্যান্ড ) : আই.টি.আই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : ১২ টি

 

্যাভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড (গোয়া)-তে শূন্যপদ

ইলেক্ট্রিশিয়ান / ইলেক্ট্রিশিয়ান এয়ারক্র্যাফট : আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ইলেক্ট্রনিক্স মেকানিক / মেকানিক ্যাডার অ্যান্ড রেডিও এয়ারক্র্যাফট : আই.টি.আই থেকে ইলেক্ট্রনিক্স মেকানিক, মেকানিক কনজিউমার ইলেক্ট্রনিক্স অ্যাপ্লায়েন্স, টেকনিশিয়ান পাওয়া ইলেক্ট্রনিক্স সিস্টেম, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ফিটার : আই.টি.আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স : আই.টি.আই থেকে ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক্স সিস্টেম মেন্টেন্যান্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ইন্সট্রুমেন্ট মেকানিক / মেকানিক ইন্সট্রুমেন্ট এয়ারক্র্যাফট : আই.টি.আই থেকে ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

মেশিনিস্ট : আই.টি.আই থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

পাইপ ফিটার : আই.টি.আই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

পেইন্টার (জেনারেল) : আই.টি.আই থেকে পেইন্টার (জেনারেল) ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ওয়েল্ডার (জি অ্যান্ড ) : আই.টি.আই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য

শূন্যপদ : টি

 

ওপরের সব ক্ষেত্রে মাধ্যমিক আই.টি.আই পাশ হতে হবে। তবে মাধ্যমিকে অন্তত ৫০% আর আই.টি.আই কোর্সে অন্তত ৬৫% নম্বর পেয়ে থাকতে হবে

জন্ম তারিখ হতে হবে --২০২২ এর হিসাবে ১৪ থেকে ২১ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম তারিখ হতে হবে --২০০১ থেকে ৩১--২০০৮ এর মধ্যে। তপশিলীরা বয়সে বছর আর নাভ্যাল সিভিল বা আর্মড ফোর্সের ছেলেমেয়েরা বছর বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫০ সেমি, বুকের ছাতি অন্তত সেমি ফোলানোর ক্ষমতা অন্তত ৪৫ কেজি ওজন। দৃষ্টিশক্তি দরকার দু চোখে / থেকে /

 ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী থেকে বছরের ট্রেনিং

যাঁরা আগে কোনো সরকারি আধা সরকারি বা বে-সরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন, তাঁরা আবেদনের যোগ্য নন।  বছরের আই.টি.আই পাশদের বেলায় স্টাইপেন্ডে মাসে ,৭০০ টাকা বছরের আই.টি.আই পাশদের বেলায় স্টাইপেন্ডে মাসে ,০৫০ টাকা।ছেলেদের হস্টেল আছে। ট্রেনিং শুরু আগামী বছর এপ্রিল

 

মাধ্যমিক আই.টি.আইয়ের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অঙ্ক, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ বিষয়ে। সফল হলে ইন্টারভিউ ডাক্তারি পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। ইন্টারভিউয়ের সময় সব প্রার্থীই যাতায়াতের ভাড়া ফেরৎ পাবেন। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে :  www.apprenticeshipindia.gov.in এজন্য পাশপোর্ট মাপের রঙিন ফটো, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, জন্ম তারিখ সাগনেচার স্ক্যান করে নেবেন

এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে। তখন সঙ্গে দেবেন : বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণ পত্রের প্রত্যয়িত নকল। 

 

দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Officer In Charge, Dockyard Apprentice School, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka - 581 308.

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post