সম্পুর্ন প্লেসমেন্ট সহ এইসকল কোর্সে ভর্তি চলছে
ভারতের সর্বোচ্চ সংখ্যক চাকরি হয় এগ্ৰিকালচার ও বায়োটেকনোলজি সেক্টরে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রয়োজন হাজার হাজার সুদক্ষ এগ্ৰিকালচার বায়োটেকনোলজি প্রফেশনালদের।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ছাত্রছাত্রীরা শ্রেষ্ঠ শিক্ষকমন্ডলী, নিজস্ব ফার্ম, গ্ৰীনহাউস, আধুনিক কৃষি ব্যবস্থা, অত্যাধুনিক ল্যাবরেটরি, লাইভ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও সম্পূর্ণ প্লেসমেন্ট সাপোর্ট এর সুবিধা। ক্লাস 12th পাশ (সায়েন্স/ভোকেশনাল) ছাত্রছাত্রীরা B.Sc Agriculture Biotechnology কোর্সে ভর্তি হতে পারে সুনিশ্চিত কেরিয়ারের জন্য।
অন্যদিকে বর্তমানে বাংলা ও ভারতে ক্রমান্বয়ে বেড়ে চলেছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা। আর সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রয়োজন হাজার হাজার সুদক্ষ ল্যাব টেকনিশিয়ানের। যেকোনো শাখায় 12th পাশ ছাত্রছাত্রীরা শ্রেষ্ঠ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক ল্যাবরেটরি, লাইভ হাসপাতাল ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও সম্পূর্ণ প্লেসমেন্ট সাপোর্ট এর সুবিধা সহ D.M.L.T সুনিশ্চিত কেরিয়ারের জন্য ভর্তি হতে পারে।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এর CCPTR এবং গুরুকুল এর যৌথ উদ্যোগে কর্মসংস্থানমুখী উপরের ২ টি কোর্স সীমিত আসনে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন