রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ ডিস্ট্যান্স এডুকেশনে ২০২১-২০২২ সেশনে বাংলা, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এম.এস.ডব্লু, ভোকাল মিউজিক, রবীন্দ্র সঙ্গীত বিষয়ের পোস্ট গ্ৰ্যজুয়েট কোর্সে ভরতি শুরু হয়েছে। সব কোর্স পড়ানো হবে ডাকযোগে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'পার্সোন্যাল কন্ট্যাক্ট প্রোগ্ৰ্যাম (পি.সি.পি)' এ অন্তত ১০ টি ক্লাস করতে হবে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এম.এ কোর্স পড়ানো হবে এইসব বিষয়ে : বাংলা, সংস্কৃত। ওইসব বিষয়ের অনার্স গ্ৰ্যজুয়েট বা ১০+২+৩ সিস্টেমে ৩ বছরের ডিগ্ৰি কোর্স পাশরা যে বিষয়ে পোস্ট গ্ৰ্যজুয়েট কোর্স করতে চান, সেই বিষয়ে ৩০০ নম্বর নিয়ে পড়াশোনা করে থাকলে ওই ৬ টি বিষয়ের এম.এ কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারেন।
এনভায়রণমেন্টাল স্টাডিজ, রবীন্দ্র সঙ্গীত, ভোকাল মিউজিকের এম.এ কোর্স : যে কোনো শাখার অনার্স গ্ৰ্যজুয়েট/ পাস গ্ৰ্যজুয়েট (১০+২+৩) ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
সোশ্যাল ওয়ার্কের এম.এ কোর্স : যে কোনো শাখার ৩ বছরের পাশ গ্ৰ্যজুয়েট অনার্স গ্ৰ্যজুয়েট বা পোস্ট গ্ৰ্যজুয়েট কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। পড়ানো হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক মেন ক্যাম্পাসে আর কয়েকটি স্টাডি সেন্টারে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ নভেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.rbudde.in অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষা ফী'র টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। অফলাইনে টাকা জমা দিলে স্টেট ব্যাঙ্কের কোনো শাখায় জমা দেবেন।
স্টাডি সেন্টারগুলির ঠিকানা (ব্রাকেটে কোড নং দেওয়া হলে) : (কোড নং ০১) রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, পোঃ রায়গঞ্জ, জেলাঃ উত্তর দিনাজপুর। (০২) ধ্রুব চাঁদ হালদার কলেজ, দক্ষিণ ২৪ পরগনা। (০৪) তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, পোঃ তমলুক, পূর্ব মেদিনীপুর। (০৬) সুকান্ত মহাবিদ্যালয়, সুকান্ত নগর, পোঃ ধূপগুড়ি, জলপাইগুড়ি। (০৭) বিদ্যানগর কলেজ, বিদ্যানগর, পোঃ চড়শ্যামদাস, দক্ষিণ ২৪ পরগনা। (০৮) সুন্দরবন হাজি ডেজার্ট কলেজ, পোঃ পাঠানখালি, দক্ষিণ ২৪ পরগনা। (০৯) ভাতার কলেজ, দাতান, পশ্চিম মেদিনীপুর। (১০) বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যালয়, জেলা বাঁকুড়া। (১১) বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, পোঃ বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। (১২) ড. মেঘনাদ সাহা কলেজ, ইটাহার, রানীপুর, পোঃ তিলনা, উত্তর দিনাজপুর। (১৩) শীতলকুচি কলেজ, পোঃ শীতলকুচি, সাব-ডিভিশন মাথাভাঙ্গা, কোচবিহার। (১৪) বারাসাত কলেজ, ১ কল্যাণী রোড, পোঃ নবপল্লী, বারাসাত, কলকাতা - ১২৬। (১৫) প্রফেসর এস.নরুল হাসান কলেজ, ফারাক্কা, পোঃ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। (১৯) সামসি কলেজ, সামসি, মালদা। (২১) পাথরপ্রতিমা মহাবিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগণা। (২২) আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্স, ডি.বি.সি রোড, জলপাইগুড়ি, (২৩) গঙ্গারামপুর কলেজ, দক্ষিণ দিনাজপুর। (২৬) বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, ৮/২, বিজয়গড়, যাদবপুর, কলকাতা - ৩২। (২৭) কবি নজরুল কলেজ, মুরারই, বীরভূম। (২৯) রায়দিঘি কলেজ, দক্ষিণ ২৪ পরগনা। (৩০) কৃষ্ণনাথ কলেজ, মুর্শিদাবাদ। (৩১) চাপড় বাঙ্গালিজি মহাবিদ্যালয়, নদিয়া। (৩৫) অভেদানন্দ মহাবিদ্যালয়, সাঁইথিয়া, বীরভূম। (৩৬) মাথাভাঙা কলেজ, কোচবিহার। (৩৮) দেশবন্ধু কলেজ ফর গার্লস, ৪৫/সি রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা - ২৬। (৩৯) বিধানচন্দ্র কলেজ, ৩১, জি.টি রোড (ইস্ট), হুগলি। (৪০) বেহালা কলেজ, পর্ণশ্রী, বেহালা, কলকাতা - ৬০। (৪১) দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। (৪২) শ্রীরামপুর গার্লস কলেজ, হুগলি। (৪৩) বিবেকনন্দ কলেজ, মধ্যমগ্ৰাম, উত্তর ২৪ পরগনা। (৪৬) গৌড় মহাবিদ্যালয়, মলদা। (৪৭) মুন্সি প্রেমচাঁদ কলেজ, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি। (৪৮) রায়গঞ্জ কলেজ, রায়গঞ্জ, জলপাইগুড়ি। (৪৯) ফালাকাটা কলেজ, ফালাকাটা, জলপাইগুড়ি। (৫০) বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার। (৫১) মেদিনীপুর কলেজ, মেদিনীপুর। (৫২) মহারাজা শ্রীস চন্দ্র কলেজে, রাম কান্ত বোস স্ট্রিট, কলকাতা - ৩।
(৫৪) রাজা প্যারিমোহন কলেজ, (৫৫) মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়, (৫৬) এগরা সারদা শশী ভূষণ কলেজ।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের ঠিকানা : ডিরেক্টরেট অফ ডিস্ট্যান্স এডুকেশন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস (কোড :৯৯) রবীন্দ্র ভবন, ই.ই - ৯ ও ১০, সেক্টর - ।।, সল্টলেক সিটি, কলকাতা - ৯১ (করুণাময়ীর কাছে)। ফোন : (০৩৩) ২৩৫৮ ৪০১৪/ ৪০১৬/৪০১৮।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন