বন্ধ হচ্ছে কেন্দ্রের বিনামূল্যের রেশন দেওযার মেয়াদ
বন্ধ হচ্ছে কেন্দ্রে বিনামূল্যে রেশন । করোনা পরিস্থিতির জন্য অসহায় মানুষদের পাশে দাঁড়াতে "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা"য় বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছিল কেন্দ্র সরকার । কেন্দ্রের এই প্রকল্পে গোটা দেশে প্রায় 80 কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে । শেষ হতে চলেছে কেন্দ্রের এই বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
দেশজুড়ে লকডাউনের পর গত বছরের মার্চ মাসে কেন্দ্রের তরফে "প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা"য় বিনামূল্যে রেশন দেবার কথা ঘোষণা করা হয় । সেই বিনামূল্যে রেশন দেবার মেয়াদ 30 শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল । এতে 80 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন । এবার এই প্রকল্প বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার । বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে "দুয়ারে রেশন " প্রকল্প চালু করা হবে এ রাজ্যে ।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ 30 শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ বিনামূল্যের রেশন দেওযার মেয়াদ শেষ হতে চলেছে চলতি মাসের 30 তারিখের মধ্যে । এখন প্রশ্ন ডিসেম্বর থেকে কি কেন্দ্রের ডিসেম্বর থেকে কি কেন্দ্রের দেওয়া চাল গম মিলবে ?
কেন্দ্রীয় খাদ্য সচিবের মন্তব্যের পর কংগ্রেসের তরফে পবন খেরা শনিবার জানিয়েছেন - দেশ থেকে এখনও করোনা অতিমারি বিদায় নেয়নি । এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের উচিত গরীব মানুষের জন্য খাদ্যশস্য বিতরণের এই প্রকল্প চালিয়ে যাওয়া । একই অনুরোধ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । দিল্লি বাসীর জন্য আরো ছয় মাস বিনামূল্যে রেশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি ।
কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন - দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে , খোলাবাজারে বিক্রি হচ্ছে খাদ্য শস্য । তাই এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির এখনো কোনো প্রস্তাব আসেনি । বিনামূল্যের রেশন দেওযার মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন