মাদ্রাসা সার্ভিসের ফল বেরোল
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১৩ সালের ৬ষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এল.এল.এস.টি এ টি)' এর ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ের চূড়ান্ত ফল আর ২০২০ সালের সপ্তম এস.এল.এস.টি
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
(হেড মাস্টার সুপারিন্টেন্ডেন্ট) পদের চূড়ান্ত ফল ২৩ নভেম্বর থেকে পাওয়া যাবে এই ওয়েবসাইটে : www.wbmsc.com ৮ সংখ্যার রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই সফল হয়েছেন কিনা জানতে পারবেন। সফলদের এরপর কাউন্সেলিং হবে। কবে কোথায় কাউন্সেলিং হবে তা ওই ওয়েবসাইটে জানতে পারবেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিব এক বিজ্ঞপ্তিতে একথা জানান।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন