বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে লোক
নিয়োগ
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স 'হেড কনস্টেবল', 'অ্যাসিস্ট্যান্ট সাব- ইন্সপেক্টর' ও 'কনস্টেবল' ট্রেডে ৭২ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
হেড কনস্টেবল (প্লাম্বার) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশরা কোনো নামী সংস্থায় সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য।
মূল মাইনে : ২৫,৫০০–৮১,১০০ টাকা।
শূন্যপদ : ২ টি (জেনাঃ)।
হেড কনস্টেবল (কার্পেন্টার) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশরা কোনো নামী সংস্থায় সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য।
মূল মাইনে : ২৫,৫০০–৮১,১০০ টাকা।
শূন্যপদ : ৪ টি (জেনাঃ ২, ও.বি.সি ১, তঃউঃজাঃ ১)।
কনস্টেবল (জেনারেটর অপারেটর) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান, ওয়্যারম্যান, ডিজেল / মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য।
মূল মাইনে : ২১,৭০০–৬৯,১০০ টাকা।
শূন্যপদ : ২৪ (জেনাঃ ৮, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৬, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১)।
কনস্টেবল (জেনারেটের মেকানিক) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ডিজেল / মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য।
মূল মাইনে : ২১,৭০০–৬৯,১০০ টাকা।
শূন্যপদ : ২৮ টি (জেনাঃ ১২, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)।
কনস্টেবল (লাইনম্যান) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্ট্রিক্যাল ওয়্যারম্যান বা লাইনম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য।
মূল মাইনে : ২১,৭০০–৬৯,১০০ টাকা।
শূন্যপদ : ১১ টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৩, তঃজাঃ ১,)।
কনস্টেবল (সিউয়ারম্যান) : মাধ্যমিক পাশরা নর্মদা পরিস্কার সংক্রান্ত কাজে দক্ষতা ও রক্ষণাবেক্ষণের কাজে জ্ঞান থাকলে যোগ্য।
মূল মাইনে : ২১,৭০০–৬৯,১০০ টাকা।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, ও.বি.সি ১)।
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ডি.এম. গ্ৰেড - ।।।) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ড্রাফটসম্যান (সিভিল)' এর সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়।
মূল মাইনে : ২৯,২০০–৯২,৩০০ টাকা।
শূন্যপদ : ১ টি (জেনাঃ)।
সব পদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি আর ফুলিয়ে ৮১ সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলী উপজাতি/আদিবাসী প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি আর বুকের ছাতিতে ২ সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ সেমি থাকতে হবে আর ওজন অন্তত ৪৬ কেজি। দৃষ্টিশক্তি দরকার কাছের বেলায় ভালো চোখে N6 খারাপ চোখে N9 আর দূরের বেলায় প্রতি চোখে ৬/৬ ও ৬/৯। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, রাতকানা বা শারীরিক কোনো ত্রুটি থাকলে যোগ্য নন।
বয়স : বয়স হতে হবে ২৯-১২-২০২১ হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা, শারীরিক মাপজোখ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, প্রাক্টিক্যাল টেস্ট ও ইন্টারভিউ হবে। সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা।
সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল অ্যাওয়ারনেস - ২০ নম্বরের ২০ টি প্রশ্ন,
(২)জেনারেল ইংলিশ - ২০ নম্বরের ২০ টি প্রশ্ন,
(৩) টেকনিক্যাল বিষয় - ৬০ নম্বরের ৬০ টি প্রশ্ন।
সময় থাকবে ২ ঘন্টা।
লিখিত পরীক্ষায় ৪৫% (তপশিলী হলে ৪০%) নম্বর পেলে সফল হবেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এইসব বিষয়ে : সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় – ১০ মিনিটে ১.৬ কি.মি দৌড়, সাড়ে ৪ ফুট স্ট্যান্ডিং বোর্ড জাম্প, ৬ ফুট খানা টপকানো, ৭ ফুট জাম্প ও রিচ। মেয়েদের বেলায় - ১২ মিনিটে ১.৬ কি.মি দৌড়, ৩ ফুট স্ট্যান্ডিং বোর্ড জাম্প, ৪ ফুট খানা টপকানো, ৬ ফুট জাম্প ও রিচ।
অন্যান্য পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় – সাড়ে ৬ মিনিটে ১.৬ কি.মি দৌড়, ১১ ফুট লং জাম্প, সাড়ে ৩ ফুট হাই জাম্প। মেয়েদের বেলায় – ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৯ ফুট লং জাম্প, ৩ ফুট হাই জাম্প। এরপর প্র্যাক্টিক্যাল টেস্ট।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৯ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : https://rectt.bsf.gov.in এজন্য বৈধ ই মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন