প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় NCTE র নতুন নিয়ম
বর্তমানে প্রাথমিক টেট পরীক্ষার অগ্রাধিকার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে । B.ED না D.EL.ED কারা অগ্রাধিকার পাবে প্রাথমিক টেট পরীক্ষায় । এর সাথে আরও একটি কেস চলছে সেটা হল গ্র্যাজুয়েশনে যাদের 50% নেই কিন্তু মাস্টার ডিগ্রি তে 50% রয়েছে তাহলে তারা কি প্রাথমিক টেট দিতে পারবে কিনা । এই দুটো কেসের শুনানি এখনো হয়নি ।
NCTE গত 13 ই অক্টোবর
একটি নোটিফিকেশন জারি করে সেখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শিক্ষকতা করার জন্য
নতুন নিয়ম যোগ করেছে । আগে NCTE র নিয়ম
অনুসারে উচ্চমাধ্যমিকে 50% এবং তার সাথে দু'বছরের d.el.ed কোর্স বা গ্র্যাজুয়েশনের
সাথে দু'বছরের d.el.ed কোর্স বা গ্র্যাজুয়েশন 50% এর সাথে 1 বছরের B.ED থাকলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারবে ।
এখন নতুন নিয়ম হলো পোস্ট গ্র্যাজুয়েটে 55% আছে এবং তার সাথে
B.ED এবং M.Ed এর ৩ বছরের কোর্স আছে তারাও প্রাথমিক টেটে বসতে পারবে । যাদের B.ED এবং M.ED মিলে তিন বছরের কোর্স অর্থাৎ বিএড দু'বছরের হলে
M.ED এক বছর মিলে তিন বছর বা M.ED 2 বছরের
হলে এক বছরে বিএড মিলে তিন বছরের কোর্স রয়েছে তাহলে তারা এই পরীক্ষায় বসতে পারবে
।
পোস্ট গ্যাজুয়েট এ 55%
এবং তিন বছরের B.ED M.ED প্রার্থীরা যদি পাশ করে চাকরিতে জয়েন্ট করে তাদেরকে
6 মাসের অতিরিক্ত ব্রিজ কোর্স করতে হবে ।
অর্থাৎ এনসিটিই নতুন নিয়ম অনুযায়ী পোস্ট গ্যাজুয়েটে যাদের
55% এর সাথে B.ED M.ED মিলে তিন বছরের কোর্স করা আছে তারা প্রাথমিক
টেট পরীক্ষায় বসতে পারবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন