লক্ষ্মী পুজো করার সঠিক সময়
lakhmi puja time : দুর্গাপূজো শেষ । মা
ফিরে গেলেন কৈলাসে । চারিদিকে মন খারাপের পরিবেশ । তবে কিছুদিন বাদেই আসছেন মা লক্ষ্মী
। সারা বছর মা লক্ষী বাংলার ঘরে ঘরে । প্রত্যেক ঘরেই মা লক্ষ্মী বিরাজ করেন। ধন সম্পদের দেবী বলা হয় মা লক্ষ্মীকে ।
ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং
আশ্বিন মাসের শেষ পূর্নিমাতেও লক্ষ্মী পুজো হয়ে থাকে । তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় যে লক্ষ্মীপুজো
হয়ে থাকে তাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয় ।
কোজাগরী শব্দের উৎপত্তি "কো জাগতি " থেকে । যার অর্থ
"কে জেগে আছে ?"
পুরাণে কথিত আছে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মা মর্ত্যে আসেন
। সকলের বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। কিন্তু
যে বাড়ির দরজা বন্ধ থাকে মা সেই বাড়ি প্রবেশ করেন না। সেজন্য নাকি রাত জেগে মহালক্ষ্মীর
পুজো হয়।
আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই পুজো হওয়ায় কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয় । এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো হবে দুদিনে । 19 অক্টোবর সন্ধ্যা 7:03 মিনিট থেকে শুরু হবে এবং 20 অক্টোবর রাত 8:26 মিনিটে শেষ হবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন