শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন পরিবর্তন করা হলো




assam tet exam new date declared : টেট পরীক্ষার দিন পরিবর্তন করা হল।  নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার তারিখ পরিবর্তন করা হল ।

আসাম টেট পরীক্ষা হওয়ার কথা ছিল 24 শে অক্টোবর । আসামের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু টুইট করে ঘোষণা করেছেন যে আসাম টেট পরীক্ষা নেওয়ার দিন পরিবর্তন করা হয়েছে  । 24 শে অক্টোবর এর বদলে 31 অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

 

করোনা আবহে  স্কুলগুলো বন্ধ । সেই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের মত বড় পদক্ষেপ নিয়েছে আসাম সরকার । সেই টেট  পরীক্ষা 24 অক্টোবর হবার কথা ছিল ।  কিন্তু 24 অক্টোবর দিনটি পরিবর্তন করে 31 শে অক্টোবর পরীক্ষার দিন ধার্য করা হয় ।

শিক্ষামন্ত্রী টুইট করে জানান এলপি এবং ইউপি লেভেল শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা 31 অক্টোবর অনুষ্ঠিত হবে । এর আগে 24 শে অক্টোবর 2021 এ অনুষ্ঠিত হবার কথা ছিল । তবে কেন এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি ।

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post