লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এইমুহূর্তের বড় খবর
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
নবান্ন সূত্রে জানা যায় প্রায় 1 কোটি 60 লক্ষেরও বেশি আবেদনপত্র
জমা পড়ে । কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রায়
35 লক্ষের বেশি আবেদনপত্র অসম্পূর্ণ এবং ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিডেশন না থাকায় আবেদনকারীদের সেই আর্থিক সাহায্য দেওয়া যাচ্ছে না ।
জানা যাচ্ছে দেখা যাচ্ছে 26 লক্ষেরও বেশি আবেদন অসম্পূর্ণ রয়েছে
লক্ষীর ভান্ডার এর জন্য । এবং তার পাশাপাশি 1 লক্ষেরও বেশি আবেদনকারীকে টাকা দেওয়া
যাচ্ছে না শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিডেশন
এর জন্য ।
জেলাভিত্তিক অর্থাৎ প্রত্যেকটি জেলা ধরে ধরে এই পরিসংখ্যান
তৈরি করেছে নবান্ন । প্রত্যেকটি জেলাকে মুখ্য
সচিব নির্দেশ দিলেন যাতে 30 শে অক্টোবরের মধ্যে এই অসম্পূর্ণ আবেদন পত্র এবং যাদের
ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিডেশন পাওয়া যাচ্ছে না তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার
সমাধান করতে হবে ।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডার । সেখানে দেখা
যাচ্ছে প্রায় 20 শতাংশের বেশি আবেদনপত্র অসম্পূর্ণ
এবং ব্যাংক ভ্যালিডেশন না থাকায় দেওয়া যাচ্ছে না লক্ষীর ভান্ডার এর আর্থিক সাহায্য
।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন