2022 সালে দুর্গা পুজো কবে হবে
durga puja dates 2022 : দুর্গা পুজো শেষ
। চারিদিকে বিষাদের সুর কৈলাসে ফিরে গেলেন মা । আবার ফের এক বছরের অপেক্ষা । আবার এক বছর পর ওমা কৈলাস থেকে মর্ত্যে
আসবেন ।
2022 সালে 25 সেপ্টেম্বর রবিবার হবে মহালয় ।
30 সেপ্টেম্বর শুক্রবার পড়েছে মহাপঞ্চমী তিথি ।
পয়লা অক্টোবর শনিবার পড়েছে মহাষষ্ঠী । মহাষষ্ঠীতে মায়ের বোধন আমন্ত্রণ চক্ষুদান হয়ে থাকে ।
2 অক্টোবর রবিবার মহা সপ্তমী তিথি ।
3 অক্টোবর সোমবার মহাঅষ্টমী । মহাঅষ্টমী তে সকলে মিলে মায়ের অঞ্জলি দেওয়া হয় ।
4 অক্টোবর মঙ্গলবার পড়েছে মহা নবমী ।
5 অক্টোবর বুধবার পড়েছে মহাদশমী । বুধবার মায়ের বিজয়া দশমী । সেই দিনই মা চলে যাবেন কৈলাসে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন