প্রয়াত হলেন "রামায়ণ " ধারাবাহিকের " রাবণ " চরিত্রের জনপ্রিয় অভিনেতা অরবিন্দ ত্রিবেদী
প্রয়াত হলেন "রামায়ণ "ধারাবাহিকের রাবণ চরিত্রের জনপ্রিয় অভিনেতা অরবিন্দ ত্রিবেদী । মঙ্গলবার রাতে 82 বছর বয়সে প্রয়াত হলেন তিনি । হৃদরোগে আক্রান্ত হয়ে এবং মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হল তাঁর । বোম্বাইতে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে ।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ছিল রামানন্দ সাগরের "রামায়ণ "। "রামায়ণ" ধারাবাহিকে একটি উল্লেখযোগ্য চরিত্র ছিল অরবিন্দ ত্রিবেদীর "রাবণ" চরিত্র । "রাবণ " চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি ।
অরবিন্দ ত্রিবেদীকে জনপ্রিয় করে তোলে রামানন্দ সাগরের "রামায়ণ" ধারাবাহিকটি । রামায়নের রাবণ চরিত্রে তার অভিনয় দর্শকরা কোনদিনও ভুলতে পারবেনা। রামায়ণ ছাড়াও তাকে জনপ্রিয় করে তোলে "বিক্রম" ও "বেতাল" ধারাবাহিকটি ।
করোনা অতিমারির লকডাউন এর সময় টেলিভিশনে আবার সম্প্রচারিত হয় রামানন্দ সাগরের "রামায়ণ" ধারাবাহিকটি । সে সময়েও টেলিভিশনে টিআরপি রেটিংস এ শীর্ষস্থানে ছিল জনপ্রিয় এই ধারাবাহিকটি ।
অভিনেতা ছাড়াও তিনি একজন রাজনীতিবিদ ছিলেন । 1991 থেকে 1996 সাল পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি। 40
বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেছিলেন তিনি ।
300 র বেশি ছবিতেও অভিনয় করেছিলেন। হিন্দি গুজরাটি ছবিতেও তিনি অভিনয় করেছেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন