এক দেশ এক রেশন প্রকল্প নিয়ে মমতা সরকারকে এক হাত নিলো সুপ্রিম কোর্ট
supreme court dirct mamata government implement one nation one ration scheme immediately : পশ্চিমবঙ্গ সরকারকে ‘এক দেশ এক রেশন’ কার্ড চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প চালু করার নির্দেশ দিলো । এবং এই প্রকল্প চালুর
ক্ষেত্রে কোনরকম অজুহাত দেখানো যাবেনা বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট । কারন এর
সাথে পরিযায়ী শ্রমিকদের স্বার্থ জড়িয়ে রয়েছে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
রেশন কার্ডের সাথে আধারের সংযুক্তিকরণ
প্রক্রিয়া বহু আগেই শুরু হয়েছে । এমনকি পশ্চিমবঙ্গ এই কাজে বেশ কিছুটা এগিয়ে রয়েছে
। প্রায় ৮০ % মানুষের রেশন কার্ডের সাথে আধারের সংযুক্তিকরণ আগেই হয়ে গেছে । সাথে সাথে
ইপিওস মেশিনও প্রায় ৯৬ % রেশন দোকানে বসে গিয়েছে । এই মেশিনের সাহায্যে রেশন কার্ডের
আসল মালিককে চিহ্নিত করা সম্ভব ।
এই সকল কারনে রাজ্যে আর এক
দেশ এক রেশন কার্ড চালু করার ক্ষেত্রে কোন সমস্যা নেই । দেশের প্রায় ৩৪ টি রাজ্য ও
কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে । কিন্তু খুবই আশ্চর্যের
বিষয় এই কাজে এত এগিয়ে থাকা সত্বেও রাজ্যে এখনও চালু করা যায়নি এক দেশ এক রেশন কার্ড
প্রকল্প । এই প্রকল্প চালূ হলে সব থেকে বেশি উপকৃত হবেন দেশের পরিযায়ী শ্রমিকেরা ।
দেশের যে প্রান্ত থেকে খুশি তারা নিজের ভাগের রেশন তুলতে পারবেন ।
রাজ্য এই প্রকল্প চালু না করায়
এবার এগিয়ে আসতে হল সুপ্রিম কোর্টকে । অত্যন্ত কঠিন ভাষায় মমতা সরকারকে এই প্রকল্প
দ্রুত চালু করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়েছে যত দ্রুত সম্ভব
রাজ্যকে এই প্রকল্প চালু করতে হবে। এবং এই প্রকল্প চালু করার ক্ষেত্রে কোনরকম সমস্যার
কথা উল্লেখ করা যাবে না । বা অজুহাত দেখানো যাবে না । কারন এর সাথে পরিযায়ী শ্রমিকদের
স্বার্থ জড়িয়ে রয়েছে ।
যদিও এবিষয়ে গতকালকে মুখ্যমন্ত্রীকে
জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন এখনও সুপ্রিম কোর্টের এই অর্ডার এসে পৌঁছায়নি । অর্ডার
হাতে পাওয়ার পর তিনি এবিষয়ে মন্তব্য করবেন ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন