এক দেশ এক রেশন প্রকল্প নিয়ে মমতা সরকারকে এক হাত নিলো সুপ্রিম কোর্ট

supreme court dirct mamata government implement one nation one ration scheme immediately


supreme court dirct mamata government implement one nation one ration scheme immediately : পশ্চিমবঙ্গ সরকারকেএক দেশ এক রেশনকার্ড চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প চালু করার নির্দেশ দিলো । এবং এই প্রকল্প চালুর ক্ষেত্রে কোনরকম অজুহাত দেখানো যাবেনা বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট । কারন এর সাথে পরিযায়ী শ্রমিকদের স্বার্থ জড়িয়ে রয়েছে ।

 


Cick To Join Our - Whatsapp Group

রেশন কার্ডের সাথে আধারের সংযুক্তিকরণ প্রক্রিয়া বহু আগেই শুরু হয়েছে । এমনকি পশ্চিমবঙ্গ এই কাজে বেশ কিছুটা এগিয়ে রয়েছে । প্রায় ৮০ % মানুষের রেশন কার্ডের সাথে আধারের সংযুক্তিকরণ আগেই হয়ে গেছে । সাথে সাথে ইপিওস মেশিনও প্রায় ৯৬ % রেশন দোকানে বসে গিয়েছে । এই মেশিনের সাহায্যে রেশন কার্ডের আসল মালিককে চিহ্নিত করা সম্ভব ।

 

এই সকল কারনে রাজ্যে আর এক দেশ এক রেশন কার্ড চালু করার ক্ষেত্রে কোন সমস্যা নেই । দেশের প্রায় ৩৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে । কিন্তু খুবই আশ্চর্যের বিষয় এই কাজে এত এগিয়ে থাকা সত্বেও রাজ্যে এখনও চালু করা যায়নি এক দেশ এক রেশন কার্ড প্রকল্প । এই প্রকল্প চালূ হলে সব থেকে বেশি উপকৃত হবেন দেশের পরিযায়ী শ্রমিকেরা । দেশের যে প্রান্ত থেকে খুশি তারা নিজের ভাগের রেশন তুলতে পারবেন ।

 

রাজ্য এই প্রকল্প চালু না করায় এবার এগিয়ে আসতে হল সুপ্রিম কোর্টকে । অত্যন্ত কঠিন ভাষায় মমতা সরকারকে এই প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়েছে যত দ্রুত সম্ভব রাজ্যকে এই প্রকল্প চালু করতে হবে। এবং এই প্রকল্প চালু করার ক্ষেত্রে কোনরকম সমস্যার কথা উল্লেখ করা যাবে না । বা অজুহাত দেখানো যাবে না । কারন এর সাথে পরিযায়ী শ্রমিকদের স্বার্থ জড়িয়ে রয়েছে ।

 

যদিও এবিষয়ে গতকালকে মুখ্যমন্ত্রীকে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন এখনও সুপ্রিম কোর্টের এই অর্ডার এসে পৌঁছায়নি । অর্ডার হাতে পাওয়ার পর তিনি এবিষয়ে মন্তব্য করবেন ।   

 

 

CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post