মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
এবার মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর । মুকুলের প্রস্থানের পর দিলিপ ঘোষ নরমে গরমে বললেও শুভেন্দু চুপ থাকেননি । সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন একমাস লাগুক , কিংবা তিনমাস রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করবই ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এযে ভূতের মুখে রাম নাম । হ্যা এটা মনে হতেই পারে । কারন বিধানসভা ভোটের আগে তিনি নিজেই দল ট্যাগ করে বিজেপিতে এসেছেন । বাংলা তথা দেশের রাজনীতিতে দল ত্যাগ কিছু নতুন বিষয় নয় । যদি রাজ্যের কথায় ধরা যায় তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রীও কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল দল তৈরি করেছিলেন ।অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দিয়েছেন । যদিও এবিষয়ে সিপিআইএম কিছু টা হলেও সেফ জোনে রয়েছেন । অন্যদল থেকে সিপিআইএম এ যোগদানের নিদর্শন সেভাবে নেই । কিন্তু সিপিআইএম থেকে বেরিয়ে তৃণমূল বা কংগ্রেসে যোগদানের উদাহরন বিস্তর রয়েছে ।
কিন্তু এসকল অভিযোগ মানতে নারায শুভেন্দু ।তাঁর বক্তব্য তিনি যখন তৃণমূল থেকে বিজেপিতে আসেন তখন তৃনমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তবেই তিনি বিজেপিতে যোগদান করেছেন । তাই তিনি কোনও নিয়ম ভাঙেন নি । কিন্তু মুকুল রায়ের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি । বলাবাহুল্য তিনি এখনও বিজেপির বিধায়ক পদ ত্যাগ করেননি ।
তাই শুভেন্দুর হুঙ্কার একমাস লাগুক বা তিনমাস দলত্যাগ বিরোধী আইন কার্যকর করেই তিনি ক্ষান্ত হবেন । মুকুলের তৃনমূলে ফেরা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে দলভাঙ্গানোর রাজনীতি করছেন বলে অভিযোগ এনেছেন । তবে কথায় আছে যার নিজের ঘর কাঁচের তাঁর অন্যের ঘরে ঢিল মারা উচিত নয় । ভোটের আগে যেসকল গিরগিটি রংবদল করে সবুজ থেকে গেরুয়া হয়েছিল সবক্ষেত্রে কি নিয়ম মেনে হয়েছিল ? প্রশ্ন তো থাকছেই ।
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন