কৃষক বন্ধুপ্রকল্পে অনুদানে অর্থ এবার দ্বিগুণ, অনুমোদন মন্ত্রিসভায়

Donations to the Krishak Bandhu project have doubled this time


বিপুল পরিমাণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার আর ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিও রাখতে শুরু করেছে সরকার শুধু কথার কথা নয়, কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পরপরই সেই সব কাজ শুরু করেছে রাজ্য সরকার, যা যা ২০২১ সালের বিধান সভার নির্বাচনের আগে বলেছিল

 

Cick To Join Our - Whatsapp Group

তাই এবার কথামত 'কৃষকবন্ধুপ্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল। বার্ষিক হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। এতদিন এক একরের বেশি জমি থাকা কৃষকদের হাজার টাকা অনুদান দেওয়া হত৷ এবার থেকে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। যাঁদের এক একরের কম জমি রয়েছে, এবার থেকে ,০০০ টাকা ভাতা পাবেন তাঁরা। রাজ্য সরকারের এই দরদী সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল

 

রাজ্যে কৃষিক্ষেত্রে আরও উন্নয়নের জন্য বরাবর বাড়তি নজর রয়েছে সরকারের। কৃষিভিত্তিক বাংলায় সেটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষকদের পাশে দাঁড়াতে চালু করেছে কৃষকবন্ধু প্রকল্প। এটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। করোনা আবহে গত এক বছরের মধ্যে এই প্রথম নবান্নের ১৩ তলার কনফারেন্স রুমে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ ১৫ জন সদস্য। এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ মুখ্যসচিব পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন এইচকে দ্বিবেদী

রাজ্য সরকারের এইকৃষকবন্ধুপ্রকল্পের সঙ্গে কেন্দ্রেরকিষাণ সম্মান নিধিপ্রকল্পের প্রতিযোগিতা বরাবরই ছিল। নির্বাচনী আবহে সেই প্রতিযোগিতা  আরও বেড়েছিল। ভোটের আগে বিজেপির তরফে কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে হাজার টাকা  করে ভাতা পাবেন কৃষকরা এবং যেহেতু গত বছর ধরে কেন্দ্রের প্রকল্পটি চালু হওয়া সত্ত্বেও বাংলায় তা লাগু হয়নি, তাই সবমিলিয়ে এককালীন ১৮ হাজার টাকা প্রতি কৃষককে দেওয়া হবে। একইসঙ্গে, বার্ষিক হাজার টাকা থেকে বাড়িয়ে সেই অঙ্ক ১০ হাজার করা হবে বলেও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল

কিন্তু যেহেতু  বিজেপির বাংলা দখলের স্বপ্নভঙ্গ হয়েছে। তাই প্রতিশ্রুতি পালনের দায়ও নেই তাদের। তবে রাজ্যে আবার তৃণমূল সরকার ক্ষমতায় এবার তাঁরা তাদের দেওয়া কথা রাখতে একই অঙ্কেকৃষকবন্ধুপ্রকল্পের ভাতা বৃদ্ধি করে কৃষকদের আশ্বস্ত করলেন।  পূরণ করলেন তাঁদের প্রত্যাশাও

 

CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post