প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত, বাড়িতেই মৃত্যু প্রবীণ পরিচালকের
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না আমাদের। গত এক বছর থেকে বাংলার বিশিষ্ট ও বিদ্য জনেরা একে একে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আর আজও সকালের আলো ফুটতে না ফুটতেই আবারো এক দুঃসংবাদের সম্মুখীন হতে হলো আমাদের।
ঘটলো বাংলা চলচ্চিত্র জগতের এক মহিরুহের পতন। চলে গেলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনেকদিন ধরেই ধরে তিনি কিনডির অসুখে ভুগছিলেন। চলছিল ডায়ালিসিস। তার সঙ্গে দোসর হয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও।
দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সকাল ছয়টা নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে এক সোনালী অধ্যায়ের অবসান হল। পরিবার সূত্রে খবর, গতকালও তাঁর ডায়ালিসিস হয়েছিল। আজ ঘুমের মধ্যেই মৃত্যু হয় এই বিশিষ্ট পরিচালকের।
তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি। 'দূরত্ব', 'নিম অন্নপূর্ণা', 'গৃহযুদ্ধ', 'ফেরা', 'বাঘ বাহাদুর', তাঁর উল্লেখযোগ্য সিনেমা। 'চরাচর' তাঁর বহু প্রশংসিত সিনেমা।
বিস্তারিত আসছে...
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন