এসবিআই ব্যাঙ্ক-এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল, দেখে নিন
যেহেতু ব্যাংক একটি অতি প্রয়োজনীয় পরিষেবা তাই জনগনের সুবিধার্থে বার বার নানান নিয়ম তৈরি হয়েছে গ্রাহক দের জন্য। যাতে গ্রাহক দের কোনো রকম অসুবিধায় পড়তে না হয়। বিশেষ কোনো এটিএম পরিষেবা গ্রাহক দের জন্য অত্যন্ত সুবিধা এনে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে আর লাইন দিতে হয় না। এমনকি যে কোনো দিন যে কোন সময়েই গ্রাহকরা এই পরিষেবা পেয়ে থাকে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এবার সেই এটিএম পরিষেবা তে টাকা তোলার ব্যাপারে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এমনকি চেকবইয়ের দামেও কিছু বদল আনা হয়েছে। ২০২১ সালের জুলাই মাস থেকে মূলত সাধারণ সঞ্চয়ী আমানত (বিএসবিডি)- অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এর ক্ষেত্রে চালু হচ্ছে ওই নয়া নিয়ম।
কম আয়ের মানুষদের কথা ভেবেই এসবিআই এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা নিয়ে এনেছে। যাতে স্বল্প রোজকারী মানুষ সহজেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি অ্যাকাউন্ট খুললে সঙ্গে এটিএম-ডেবিট কার্ডও দেওয়া হয়।
এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই আক্যাউন্ট থেকে মাসে সর্বোচ্চ চার বার এটিএম এবং ব্যাঙ্ক থেকে নগদ তুললে তার জন্য কোনও টাকা দিতে হবে না গ্রাহকদের। কিন্তু ৪ বারের বেশি যদি কোনো গ্রাহক লেনদেন করেন তবে প্রত্যেক লেনদেন পিছু ১৫ টাকা (জিএসটি যুক্ত হবে) খরচ করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের। আর্থিক নয়, এমন লেনদেনের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না, জানানো হয়েছে ব্যাঙ্ক এর তরফ থেকে।
এছাড়া চেকবই প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর তরফ থেকে বলা হয়েছে, প্রত্যেক বছর ১০ পাতার একটি চেকবই বিনামূল্যে দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। কিন্তু ১০ পাতার পরে যদি কোনো গ্রাহকের চেকবই প্রয়োজন হয়ে থাকে তবে সেই গ্রাহককে চেকবই কিনতে আবার থেকে দিতে হবে টাকা। সে ক্ষেত্রে ১০ পাতার চেকবইয়ের দাম হবে ৪০ টাকা। ২৫ পাতার চেকবই কিনলে দিতে হবে ৭৫ টাকা এবং জরুরি ভিত্তিতে কেউ ১০ পাতার চেকবই কিনতে চাইলে, তাঁকে দিতে হবে ৫০ টাকা। সব ক্ষেত্রেই যুক্ত হবে জিএসটি।
তাছাড়া টুইটারে জানানো হয়েছে, যেহেতু দেশে এক অতিমারীর পরিস্থিতি চলছে তাই গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য, এসবিআই ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমাও বাড়ানো হচ্ছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন