মাধ্যামিক উচ্চমাধ্যামিক পরীক্ষা নিয়ে সবার কাছে মতামত চাইলেন মুখ্যমন্ত্রী
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে বিস্তর আলোচনা চলছে। একপক্ষ বলছেন, পরীক্ষা বাতিল করে দিয়ে ফলাফল ঘোষণা করা হোক। আর এক পক্ষ বলছেন, পরীক্ষার মধ্য দিয়ে যথাযথ মূল্যায়ন হোক। কেউ বলছেন, কঠোরভাবে কভিড বিধি মেনে অফলাইনে পরীক্ষা হোক। আবার কেউ বলছেন, পরীক্ষা হোক অনলাইনে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এই বিতর্কের মাঝেই সিবিএসই, আইসিএসই বোর্ড তাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে। রাজ্যের সিদ্ধান্ত ছিল পরিস্থিতি একটু স্বাভাবিক হলে জুলাই এবং আগস্ট মাসে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তারাও পরীক্ষা বাতিল করে দিয়ে ফল ঘোষণার দিকে এগোচ্ছে।
যদিও এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আদৌ হবে কি না, সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য। কারণ, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করলেও পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।
গত বুধবার মাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল রাজ্য সরকারের। কিন্তু শেষ মুহূর্তে বৈঠক বাতিল করা হয়। তার পরেই রাজ্য সরকার জানিয়ে দেয় একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মনোবিদ, চিকিৎসক ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা রয়েছেন। সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখছে, সেগুলি হল - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, পরীক্ষা হলেও কী ভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা না হলে মূল্যায়ন কী ভাবে হবে।
পাশাপাশি, পরীক্ষা না নিয়ে কীভাবে মার্কশিট তৈরি করা হবে, সে বিষয়ও জানিয়েছিলেন ওই কমিটার সদস্যরা। যেহেতু ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টের ১০ নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। তাই বাকি নবম শ্রেণির রেজাল্টের ভিত্তিতে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল মার্কশিট তৈরির পরামর্শ দেওয়া হবে।
উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও প্রজেক্ট জমা পড়ে গিয়েছে সংসদে। যেহেতু চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করোনার জেরে একাদশের পরীক্ষাও দিতে পারেনি, সেই কারণে তাদের জন্য হোম অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ি বসেই যদি আরও কোনও প্রজেক্ট করানো যায়, তার ভিত্তিতে মার্কশিট তৈরি করা যেতে পারে।
তবে এবার রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিভাবক দের কাছে পরীক্ষার ব্যাপারে মতামত জানতে চাইলেন। টুইটে মমতা লেখেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি আমরা। সেই সঙ্গে আমরা অভিভাবক, সাধারণ মানুষ, সমাজ ও ছাত্র-ছাত্রীদের কাছেও তাঁদের মতামত জানতে চাইছি’।
পাশাপাশি বলা রাজ্যবাসীর মতামত নেওয়ার জন্য তিনটি মেল আইডি দেওয়া হয়েছে pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, ও wbssed@gmail.com। সোমবার দুপুর ২ টোর মধ্যে পরীক্ষার্থী, অভিভাবক-সহ যে কোনও সাধারণ মানুষ পরীক্ষা সংক্রান্ত মতামত জানাতে পারবেন সেখানে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন