সহজেই আপডেট করুন আধার কার্ডের ছবি, জেনে নিন পদ্ধতি
বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই, প্রত্যেকটি জনগনেরই পরিচয় থাকা বাধ্যতামূলক। এক এক দেশের এক এক নিয়ম। আমাদের দেশে বহু দিন থেকে ভোটার আইডি কার্ড কেই পরিচয়পত্র হিসাবে গন্য করা হতো। তবে বয়সের পরিচয়পত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, বোর্ড এক্সাম এর এডমিট কার্ডকেও গণ্য করা হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে যাচ্ছে। তাই এই ডিজিটাল যুগে পরিচয়পত্র হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ব্যক্তির ঠিকানা থেকে তার বয়স সমস্ত কিছুর তথ্য মেলে আধার কার্ড থেকে। এমনকি ব্যাংকে একাউন্ট খোলা, গ্যাসের কানেকশন নেওয়া, ফোনের নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আধার কার্ড। কার্ডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল বারো ডিজিটের সংখ্যা। এছাড়া আধার কার্ডে ছবিও দেওয়া থাকে। কিন্তু কোনো কারণ বসত যাদের কার্ডে ছবি আপলোড হয়নি, তারা সহজেই ছবি আপলোড করে নিতে পারেন এখন। ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কয়েকটি ধাপে সহজ পদ্ধতিতে ছবি আপডেট করার সুযোগ দিচ্ছে।
দেখেনিন কিভাবে করবেন আধার কার্ডে ছবি আপলোড --
নিজের কাছাকাছি আধার সেন্টারে গিয়ে আধার কার্ডে সহজেই নিজের ছবি আপডেট করা যাবে।
প্রথমে, ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট uidai.gov.in লগ ইন করতে হবে।
তারপর, সেখানে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে ৷
সেই ফর্মটি সঠিক ভাবে ফিলআপ করে কাছাকাছি যে কোনো আধার কেন্দ্রে জমা করতে হবে ৷
সংশ্লিষ্ট আধার কেন্দ্রে আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক ডিটেল নেওয়া হবে ৷
সেখানেই এই কাজের দায়িত্বে যে কর্মীরা আছেন, তাঁরা ছবি তুলবেন।
এই কাজটির জন্য ২৫ টাকা সহ জিএসটি চার্জ দিতে হবে আধার কেন্দ্রে।
ওই আধার কেন্দ্র থেকে URN এর সঙ্গে একটি স্লিপও দেওয়া হবে ৷
আধার কার্ডে ছবি বদল হয়েছে কি না তা URN দিয়ে যাচাই করা যাবে।
আধার কার্ডে ছবি আপডেট হলে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করা যাবে ৷
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন