মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে বড় আপডেট

 

Madhyamik hs latest update news

মুখ্যমন্ত্রীর ইতিবাচক ঘোষণার পরেও হয়তো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেতিবাচক দিকেই গেল শেষমেষ হয়তো রাজ্যের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে চলেছে

 

Cick To Join Our - Whatsapp Group


কিছুদিন আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এই বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এই বছরের আগস্ট মাসে। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু রদবদলের কথা এই দিন ঘোষণা করা হয়েছিল। 

 

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত যাবতীয় তথ্য গত ২রা জুন দুপুর ২টোর সময় ঘোষণা করার কথা ছিল৷  যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার কথাও ছিল। কিন্তু হঠাৎ বাতিল করা হয় সেই বৈঠক

 

সূত্রের খবর অনুযায়ী, যেহেতু পরীক্ষা হলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই সূচী ঘোষণার আগে  রাজ্য সরকার এই বিষয় নিয়ে আবার একবার ভেবে দেখতে চাইছে।সে জন্যই সাংবাদিক বৈঠক বাতিল করা হয়

 

 উল্লেখ্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটিতে মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, চিকিৎসক, মনোবিদ শিশু অধিকার কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল

 

আজ সেই কমিটি রিপোর্ট জমা করে। এবং কমিটির তৈরি রিপোর্ট অনুযায়ী বলা হয়, এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব। এই পরিস্থিতিতে পরীক্ষা হলে পড়ুয়া দের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে

 

রাজ্যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ লাখ। একজন ছাত্রছাত্রীদের এই মুহূর্তে পরীক্ষা নেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতিল করেন সিবিএসসি বোর্ডের সব পরীক্ষা। তার পরপরই বাতিল হয় আইএসসি বোর্ডের পরীক্ষাও। আর তাই রাজ্যেও পরীক্ষা নিয়ে দ্বিতীয় বার ভাবনা চিন্তা করার প্রয়োজন করে কমিটি গঠন করে

 

জোড়া পরীক্ষা নিয়ে কমিটি বাতিলের আর্জি জানায় রিপোর্টে। এখন শুধু রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

 

পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনাঅকরা হয়েছে। উচ্চমাধ্যমিকে, হোম অ্যাসাইনমেন্ট, প্র্যাক্টিক্যাল প্রজেক্টের নম্বর এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবমের বার্ষিক পরীক্ষার নম্বর, অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরের ভিত্তিতে ২১ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট তৈরির ভাবনা চিন্তা চলছে। কয়েকদিনের মধ্যেই মূল্যায়ন পদ্ধতি জানাবে পর্ষদ-সংসদ  

 

CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post