এ বছরও হজে যেতে পারবেন না ভারতীয়রা জানাল সৌদি আরব সরকার

Indians will not be able to perform Hajj this year the Saudi Arabian government said


জীবনের স্বাভাবিক ছন্দ কি তা প্রায় ভুলতে বসেছি আমরা সকলে উৎসব আনন্দ , পূজা পার্বণ সবই বাদ চলে গেছে জীবন থেকে চারিদিকে শুধু মহামারীর ত্রাস জীবন বাঁচাতে প্রতি পদে পদে সরকারি বাধা নিষেধ মেনে চলতে হচ্ছে আর এবার সেই বাধানিষেধ এসে পড়ল হজ যাত্রার উপর

 

Cick To Join Our - Whatsapp Group

 

 

কেন্দ্রীয় সরকার স্পটত জানিয়ে দিয়েছে, বছর ভারত থেকে কেউই হজে যেতে পারবে না সৌদি আরব। এমনকি যাঁরা যাঁরা হজ যাত্রার জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন পাঠিয়েছিলেন কেন্দ্রের কাছে, তাদের সেই আবেদনও বাতিল করা হল। কেন্দ্র জানিয়েছে করোনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

 

যদিও গত বছরও হজ যাত্রা বাতিল হয়েছিল করোনার কারনে। করোনা সংক্রমন ছড়ানো রোধ করতে, এবার সৌদি আরব সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র তাঁদের নিজেদের দেশের  বাসিন্দারা সীমিত সংখ্যায় হজ করতে পারবেন। আন্তর্জাতির তীর্থযাত্রীদের সে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কথা জানিয়েছে ভারতের হজ কমিটি। আর ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারতে যে সমস্ত হজ যাত্রার আবেদন জমা পরে তা বাতিল করা হয়

 

 

ব্যাপারে সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানিয়েছেন, এই দুঃসময়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব সরকার যে সিদ্ধান্ত নিয়েছে  তার পাশে আছে ভারত। তাই আন্তর্জাতির তীর্থযাত্রীদের সে দেশে ঢোকার অনুমতি না দেওয়াকে সমর্থন করল ভারত

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, "করোনাযুদ্ধে ভারত সৌদি আরবের পাশে আছে। তাই তাদের সিদ্ধান্ত মেনেই এবার ভারত থেকে কেউ হজে যাবেন না।২০২০ সালে অতিমারীর কারণ হজ যাত্রা বন্ধ রেখেছিল সৌদি আরব। ধীরে ধীরে ২০২১ সালে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছিল বলে মনে করেছিল অনেকে। তাই হজ যাত্রার আবেদন জমা দিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার করোনার দ্বিতীয় ঢেউ এসে পড়ায় দেশ বাসীর সে ভুল ধারণা ভেঙে যায়

 

 

 তাই দেশবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখেই হজ যাত্রা নিয়ন্ত্রণ করছে সে দেশের সরকার। ফলে ২০২০ সালের পর এবারও ভারত থেকে কেউ হজে যেতে পারবেন না। উল্লেখ্য, ইসলাম ধর্মের পবিত্র যাত্রা হজ। ইসলাম ধর্মলম্বীরা প্রতিবছর সৌদি আরবেব মক্কায় তীর্থ করতে যান। দুশোর বছরেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই অতিমারীর কারনে পর পর দুই বছর হজ যাত্রা বন্ধ করতে হল



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post