কয়েকটি ক্ষেত্রে শিথিলতার সঙ্গে রাজ্যে আরও বাড়ানো হল কড়া বিধিনিষেধের সময়সীমা
রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে গত ১৫ই মে থেকে ৩০শে মে পর্যন্ত কার্যত লকডাউন শুরু করে রাজ্যে সরকার। যদিও তার আগেই বেশকিছু ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চালু করেছিল রাজ্য সরকার। লোকাল ট্রেন চলাচল আগেই বন্ধ করা হয়েছিল। সরকারি ও বেসরকারি অফিসের সময়েও কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবে এই কার্যত লকডাউনে আরো বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়। বন্ধ রাখা হয় সমস্ত সরকারি-বেসরকারি অফিস। বন্ধ বাস, অটো, মেট্রো। শুধুমাত্র বিশেষ জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয় শর্ত সাপেক্ষে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কিন্তু করোনা পরিস্থিতির খুব বেশি উন্নতি না হওয়ায় ১৫ জুন পর্যন্ত বাংলায় কড়া বিধিনিষেধ জারি করা হয়। বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত। তাই এই বিধিনিষেধকেই হাতিয়ার করে করোনাকে আরও খানিকটা বাগে আনতে চায় রাজ্য। তাই কড়া বিধিনিষেধের সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়।
আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতিকে অনেকটাই স্থিতিশীল করা গেছে। কিন্তু যেহেতু এখনো দৈনিক মৃত্যুর হার প্রায় চার হাজারের কাছাকাছি তাই এখনি তোলা হচ্ছে না রাজ্যের বিধিনিষেধ। রাজ্যের বিধিনিষেধ চালু থাকবে ১৬ জুন থেকে ১লা জুলাই পর্যন্ত।
তবে কড়া বিধিনিষেধের মধ্যেও ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। কয়েকটি ক্ষেত্রে কঠোর বিধি শিথিল করে জুলাই ১ তারিখ পর্যন্ত চলতে থাকবে ‘কার্যত লকডাউন।’ দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদি ইত্যাদি। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা হচ্ছে রেস্তরাঁ, হোটেল, শপিং মল। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব। রেস্তরাঁয় ৫০ শতাংশ গ্রাহকের বসার ব্যবস্থা করা যাবে। শপিং মলে ৩০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবেন।
সেই সঙ্গে এটাও বলা হয়েছে কঠোরভাবে করোনা বিধি মেনে তবেই এসব ব্যবসা চালানো যাবে। কর্মরত প্রত্যেকের যেন টিকাকরণ হয়, সে দিকে কড়া নজর রাখা হবে।
দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। টিকাকরণ হলেই প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি পাওয়া যাবে। সকাল ৬টা থেকে সকাল পর্যন্ত খোলা থাকবে পার্ক। একইসঙ্গে শুটিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইউনিটপিছু ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে অনুমতি দেওয়া হয়েছে।
২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থাগুলি। এতে অবশ্যই ব্যতিক্রম সংবাদমাধ্যমের অফিস এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সব কিছু। কাজের প্রয়োজনে যাঁরা রোজ বেরচ্ছেন, তাঁদের জন্য ই-পাসের ব্যবস্থা করা হয়েছে নতুন একটি অ্যাপের মাধ্যমে। জানিয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী।
কিন্তু আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। এখনও কোনও কিছুই চালু হচ্ছে না।
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন