জানুন রাজ্যে ফের কোন কোন দূরপাল্লার ট্রেনগুলি চালু হচ্ছে

Find out which long distance trains are being launched in the state again


দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে প্রায় সকল রাজ্যেই কিছু না কিছু বিধি নিষেধ জারি চলছে কোথাও বা আংশিক লকডাউন, আবার কোথাও কোথাও নাইট কারফিউ সেই অনুযায়ী আমাদের রাজ্যেও চলছে কড়া বিধিনিষেধে তাই বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে জনগণকে আর এই বিধি নিষেধের আওতায় আছে পরিবহন ব্যবস্থা বাস, লোকাল ট্রেনের  সঙ্গে বন্ধ রয়েছে দূরপাল্লার ট্রেনও

 

Cick To Join Our - Whatsapp Group

 

কিন্তু সাময়িকভাবে দূরপাল্লার ট্রেন বন্ধ থাকায়, যাত্রীদের অসুবিধার কথা ভেবে এবং তাদের চাহিদা মেটাতে পূর্ব রেল কর্তৃপক্ষ আবার চালু করল ৩৩ জোড়া ট্রেন। এই মাসের ১৪ তারিখ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে

 

 

প্রাথমিকভাবে ১৮টি ট্রেনের কথা ঘোষণা হলেও পূর্ব রেলের পক্ষে জানানো হয়েছে ধাপে ধাপে বাকি ট্রেনগুলিও যাত্রা শুরু করবে। যেহেতু  বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে তাই সে তুলনায় যাত্রী সংখ্যা যথেষ্ট কম আর সে জন্যই এই ট্রেনগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এমনই জানিয়েছেন

 

 

গত মে মাস থেকে শুরু হয় এরাজ্যে কার্যত লকডাউন। আর তখন থেকেই প্রায় বন্ধ ছিল দূরপাল্লার ট্রেন গুলি। বন্ধ থাকা ট্রেনগুলির মধ্যে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ছাড়াও ভাগলপুর থেকেও এই বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভাগলপুর-দানাপুর, ভাগলপুর-মুজাফ্ফরপুর স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে ১৪ জুন থেকে

 

 

এছাড়া বাকি যে ট্রেনগুলির পরিষেবার কথা বলা হয়েছে সেগুলি হল দার্জিলিং মেইল, কলকাতা-শিলঘাট, হাওড়া-রাঁচি শতাব্দী, হাওড়া-মালদাটাউন ইন্টারসিটি, কোলফিল্ড এক্সপ্রেস, হাজার দুয়ারী এক্সপ্রেস, হাওড়া-আসানসোল ইন্টারসিটি, শান্তিনিকেতন এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, কলকাতা থেকে বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর, তিস্তাতোর্ষা এক্সপ্রেস, আসানসোল-টাটা ট্রেন। এছাড়া শিয়ালদা-পুরী এক্সপ্রেস-সহ কবিগুরু এক্সপ্রেস এবং আরও বেশ কয়েকটি ট্রেনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে পূর্ব রেল। সবকটি ট্রেনই স্পেশাল বা বিশেষ ট্রেন হিসেবে যাতায়াত করবে

 

 

শুধুমাত্র পূর্ব রেলের পক্ষ থেকে  এই ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটা নয়। পূর্ব রেলের পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের তরফেও সাঁতরাগাছি-পুনে, হাওড়া- যশোবন্তপুর-সহ আরও কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post