হলমার্ক ছাড়া আর কোনো সোনার গয়না বিক্রি নয়, দেশ জুড়ে কার্যকর নয়া নিয়ম

No gold jewelry is sold except Hallmark, a new rule effective across the country


এবার আর কোনো সোনার গয়না হলমার্ক ছাড়া বিক্রি নয় (Gold ornaments) কোনও ভাবে যাতে গ্ৰাহকদের ঠকতে না হয় এবং এর পাশাপাশি বিক্রতারা যাতে বিশুদ্ধ সোনা বিক্রি করে সেকারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের ক্রেতা সুরক্ষা দপ্তর এই ্যাপারে আগে সিদ্ধান্ত নিলেও বুধবার থেকে কার্যকর হল এই নিয়ম তবে গোটা দেশে এই নিয়ম চালু হয়নি, হয়েছে আপাতত দেশের ২৫৬ টে জেলায় আগামিদিনে ধাপে ধাপে তা গোটা দেশে কার্যকর করা হবে

 

Cick To Join Our - Whatsapp Group

 

গত মঙ্গলবার এই প্রসঙ্গে একটি টুইটও করেছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। টুইটে লেখেন, ''গ্ৰাহকদের আরও ভাল পরিষেবা সুরক্ষা দিতে ২৫৬ টি জেলায় ১৬ জুন থেকেই সোনার গয়নার হলমার্ক আবশ্যিক করা হচ্ছে। তবে ২০২১ সালের আগস্ট মাস  পর্যন্ত কোনও পেনাল্টি নেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তে বিশ্বের সোনার বাজারে ভারত আরও অগ্ৰণী ভূমিকা নেবে

 

প্রসঙ্গত, সোনার গয়নার হলমর্কিংয়ের প্রাথমিক পরিকল্পনাটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। ডেডলাইন দেওয়া হয় কিন্তু স্টর্ণ ্যবসায়ীরা আরও কিছুদিন সময় দেওয়ায় জন্য আবেদন জানান। তারপরই ডেডলাইন বাড়িয়ে  ১৫ জুন করা হয় কিন্তু সোনার গয়নায় থাকা হলমার্ক আসলে কী ? খাঁটি সোনা দিয়ে গয়না তৈরি করা সম্ভব নয়। তাই তার সঙ্গে নিদিষ্ট পরিমাণ মতো খাদ মেশানো হয়। এরপরই তা থেকে বিভিন্ন উপায়ে তৈরি করা হয় হরেক রকমের গয়নাগাটি। কিন্তু গয়না তৈরির সময় সোনার মধ্যে কোন প্রস্তুতকারক কতটা খাদ মেশাচ্ছেন হলমার্ক না থাকলে তা বোঝা সম্পব নয়। সংশ্লিষ্ট সংস্থা হলমার্ক গয়না কাগজপত্র ছাড়া বিক্রি করতে পারে না। সেক্ষেত্রে ওই কাগজপত্রেই উল্লেখ করা থাকে ঠিক কত পরিমাণ খাদ মেশানো রয়েছে আপনার গয়নায়। আর তাই এবার থেকে হলমার্ক যুক্ত গয়নাই কিনতে হবে ক্রেতাদের

 

এরপরও যদি কোনো গ্ৰাহকের মনে গহনার শুদ্ধতা নিয়ে প্রশ্ন জাগে তাহলে বি এস আই স্বীকৃত কোনও গয়না পরীক্ষণ কেন্দ্রে গিয়ে তা পরীক্ষা করাতে পারবেন ক্রেতারা। প্রসঙ্গত সারা দেশে ৫৭৮ টি হলমার্ক গহনা পরীক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৫৪ টি। আর কলকাতায় রয়েছে ২৮ টি পরীক্ষণ কেন্দ্র। সোনার প্রতিটি গয়না পরীক্ষা করাতে খরচ ৩৫ টাকা। এর সঙ্গে ধার্য প্রযোজ্য পরীক্ষণ শুল্ক দিতে হয়। মূলত গ্ৰাহকদের সুবিধার কথা ভেবে সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে কেন্দ্র জানিয়েছে, যে সব গয়না সংস্থা বা ্যবসায়ীর বার্ষিক ্যবসার পরিমাণ ৪০ লক্ষ বা তার কম, তাদের ক্ষেত্রে হলমর্কিং বাধ্যতামূলক নয়। এছাড়াও ২০, ২৩ ২৪ ্যারট সোনা হলমার্কিংয়ের যোগ্য হবে। সরকারের ঘোষণার পরে অনেকেরই মনে আশঙ্কা দেখা দিয়েছে, পুরনো সোনার ক্ষেত্রে কী হবে। সেগুলো তো হলমর্কিং নয়। ক্ষেত্রে কেন্দ্রের আশ্বাস, পুরনো সোনার গয়না, যেগুলি হলমর্কিং নেই, সেই গুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই নির্দেশিকা শুধুমাত্র বিক্রেতাদের জন্য। ক্রেতাদের জন্য নয়

 


 

CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post