অবশেষে সব জল্পনার অবসান ঘটল। ঘটলো দুঃশ্চিন্তারও অবসান। শেষ পর্যন্ত এ বছরের রাজ্যের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হল।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
প্রসঙ্গত,গত বুধবার মাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল রাজ্য সরকারের। কিন্তু শেষ মুহূর্তে বৈঠক বাতিল করা হয়। তার পরেই রাজ্য সরকার জানিয়ে দেয় একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মনোবিদ, চিকিৎসক ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা রয়েছেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। এবং কমিটির তৈরি রিপোর্ট অনুযায়ী বলা হয়, এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব। এই পরিস্থিতিতে পরীক্ষা হলে পড়ুয়া দের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
তবে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির তৈরি রিপোর্টের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নিতে চাননি। তাই পরিক্ষার্থী, অভিভাবক ও সমস্ত রাজ্য বাসীর কাছে পরীক্ষার ব্যাপারে মতামত নেওয়ার জন্য তিনটি মেল আইডি দেয় জনগণকে।
সোমবার দুপুর ২ টোর মধ্যে পরীক্ষার্থী, অভিভাবক-সহ যে কোনও সাধারণ মানুষ পরীক্ষা সংক্রান্ত মতামত জানাতে পারবেন বলে ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সেই ইমেল এর মাধ্যমে জনমতের ফলাফল প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ। তিনি বলেছেন, মতামত জানিয়ে সরকারের কাছে ৩৪ হাজার ইমেল পৌঁছেছে।
আর সেই জনমতের নিরিখেই বাতিল করা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, পড়ুয়াদের যেন কোনও অসুবিধে না হয়, দেখতে হবে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-সিবিএসইর মূল্যায়ন যেন একসঙ্গে হয়, তা নিশ্চিত করতে হবে।
পরীক্ষা না নিয়ে কীভাবে তৈরি করা হবে মার্কশিট, আগামী ৭ দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন