কোভিডের টিকা নিলেই আপনাকে বেশি সুদ দেবে এই ব্যাঙ্কগুলো

These banks will give you more interest if you get vaccinated against Kovid


পুরো বিশ্ব জুড়ে করোনার  দাপট এখনো অব্যাহত তা সত্ত্বেও ভ্যাকসিন নেওয়া তে এখনো পর্যন্ত বেশ কিছু সংখ্যক মানুষের অনীহা রয়েই গেছে শুধু অনীহা বললে হয়তো ভুল হবে, রীতিমতো ভয় কাজ করছে অনেকের মধ্যে পাছে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়! টিকা নিলে নাকি  করোনা সংক্রমণ হতে পারে, এমন আতঙ্কও  ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায় তাই টিকাকরণ থেকে নিজেদের দূরে রাখতেই ইচ্ছুক তাঁরা আর সেই সমস্ত মানুষকেই উৎসাহ দিতে অভিনব মজার পথ বেছে নিয়েছে অনেক দেশই 

 

Cick To Join Our - Whatsapp Group


 

বিভিন্ন দেশেই মানুষকে টিকা নেওয়াতে উৎসাহিত করার জন্য নানা ধরনের অফার দেওয়া হচ্ছে। কোথাও বিনামূল্যে গেম খেলার টিকিট, তো কোথাও নানা খাবার-দাবার দেওয়া হচ্ছে। আমেরিকার কোনও প্রদেশে দেওয়া হচ্ছে বিনামূল্যে গাঁজা বা মদের উপর ছাড়। কোথাও আবার সিনেমার টিকিট, লটারিরও ব্যবস্থা করা হয়েছে

 

 

টিকাকরণ থেকে মানুষের আতঙ্ক কাটাতে টিকা নিতে উৎসাহিত করার জন্য আবার ভারতেও রকম পদক্ষেপ গ্রহণ করল ইউকো ব্যাঙ্ক। যে ব্যক্তির কোভিড টিকা নিয়েছেন তাদের জন্য স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট) বেশি সুদ দেওয়ার কথা জানিয়েছে তারা

 

 

এক বিবৃতি প্রকাশ করে ইউকো ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘টিকাকরণে সাধারণকে উৎসাহিত করতেই আমাদের এই ছোট্ট পদক্ষেপ। জন্য আমাদের নতুন অফার ইউকোভ্যাক্সি-৯৯৯ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।কোভিড ভ্যাকসিন নেওয়ার পর, তার সার্টিফিকেট দেখিয়ে কমপক্ষে ৯৯৯ দিনের জন্য স্থায়ী আমানত করলে .৩০ শতাংশ বেশি সুদ দিতে চলেছে ইউকো ব্যাঙ্ক। তবে এই সুবিধাটি নিতে গেলে আমানতটি করতে হবে ৩০শে সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে

 

 

শুধু ইউকো ব্যাঙ্কই নয় এই ধরনের সুবিধা দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও। টিকা নেওয়া ব্যক্তিদের দেওয়া হচ্ছে .২৫ শতাংশ বেশি সুদ, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর তরফ থেকে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা আরো একটু বেশি। প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে .৫০ শতাংশ সুদ। তবে এক্ষেত্রে ৯৯৯ দিন নয়, হাজার ১১১ দিনের জন্য স্থায়ী আমানত করলে তবেই দেওয়া হচ্ছে এই সুবিধা

 


CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post