অবশেষে মুক্তি জামিন পেলেন চার নেতা মন্ত্রী 

narada-case-firhad-hakim-sovan-chatterjee-madan-mitra-subrata-mukherjee-get-bail



দীর্ঘ টালবাহানার পর অবশেষে জামিন পেলেন চার নেতা মন্ত্রী । তবে থাকবে হবে গৃহবন্দী । সুব্রত মুখোপাধ্যায় , শোভনদেব চট্টোপাধ্যায় , ফিরহাদ হাকিম এবং মদন মিত্র এই চারজনের গ্রেফতার নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি ছিল তোলপাড় ।

এই চারমন্ত্রীকে গত মঙ্গলবার সকাল সকাল বাড়ি থেকেই গ্রেফতার করে সিবিআই । তারপর মুখ্যমন্ত্রীর সরাসরি সি আই ডি অফিসে আসা থেকে সমর্থকদের পাথর বৃষ্টি এরকম বহু জল গরিয়েছে । কিন্তু সেইসবকে ছাপিয়ে আজকের শুনানিতে জামিন পেলেন এই চার নেতামন্ত্রী । 

Cick To Join Our - Whatsapp Group


বিচারপতি অভিজিত বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ বিন্দালের জামিন নিয়ে মতভেদ দেখা যায় । যেখানে অরিজিত বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে ছিলেন অন্যদিকে রাজেশ বিন্দল জামিনের বিরধিতা করেন । ফলে তাদের গৃহবন্দীর নির্দেশ দেওয়া হয় । 

আদালতে নেতা-মন্ত্রীদের আইনজীবীর এই রায়ের বিরোধিতা করেন এবং আদালতে প্রশ্ন রাখেন, ‘‘এঁরা সিনিয়র মিনিস্টার। এঁদের কোথাও যাওয়ার দরকার নেই, তাহলে কেন গৃহবন্দি করার সিদ্ধান্ত?’’ তবে আদালত এর কোনো সদুত্তর দেয়নি।

সিবিআই জামিন বাতিলের আর্জি জানিয়েছিল আদালতে। কিন্তু হাই কোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি। আদালত জানিয়েছে, সিবিআই কর্তাদের নজরদারির মধ্যেই থাকবেন অভিযুক্তরা।

আদালতে এই গৃহবন্দী সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে সিবিআই আইনজীবী তুষার মেহতা। তবে নেতা মন্ত্রীদের আইনজীবী মনু সিংভি, উচ্চতর বেঞ্চে যাবেন বলে জানান।








CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 







Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post