মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা

New announcement regarding secondary and senior secondary exam


প্রায় গত দেরবছর ধরে থমকে গেছে শিক্ষা ব্যবস্থা। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল কলেজের রাস্তা হয়তো ভুলতে বসেছে পড়ুয়ারা। আর যখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ তখন তো পড়াশুনাও বন্ধ। সঙ্গে বন্ধ শিক্ষার্থীদের মূল্যায়ন করার পদ্ধতিও। একটা বছরের পরিক্ষা না দিয়েই পরিক্ষার্থীরা পরের ক্লাসে উঠে যায়।

 

Cick To Join Our - Whatsapp Group

 

 

তবে করোনার প্রকোপ দিন দিন আক্রমনাত্বক হয়ে ওঠায়, শিক্ষার্থীদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষামাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়েও দেখা দেয় সংশয়। এবছরের ১লা জুন থেকে মাধ্যমিক ১৫ই জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সময়সূচী ঘোষিত হয়েছিল শিক্ষা দফতরের তরফ থেকে। কিন্তু করোনা পরিস্থিতি বিচার করে শিক্ষা দফতর থেকে , মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছিল। তবে তা স্থগিত না পুরোপুরি বাতিল করা হবে সেই সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছিল

 

 

 

 

 

আজ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু জানালেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি এখনও। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা নেওয়া হবে। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। যত দ্রুত সম্ভব তা জানিয়ে দেওয়া হবে পক্ষার্থী দের। 

 

 

 

 

 

জুন মাসেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না বলে ১৬ মে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১লা জুন ঘেকে মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঠিক ছিল। আর ১৫ই জুন থেকে হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, এখন এই পরিস্থিতিতে কিছু কিছু কাজকর্ম থেকে বিরত থাকতে হবে  বলে স্থির হয়েছে। এই ধরনের বড় পরীক্ষার আয়োজনে প্রস্তুতিতে সময় লাগে। ফলে জুন মাসে ওই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবেনা কোনোভাবেই। মুখ্যসচিব পরে বলেন, “পরীক্ষার্থী অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে কবে পরীক্ষা হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হবে।

 

 

 

 

 

মুখ্যসচিবের এই ঘোষণার পরে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও জুন মাসের পরীক্ষা না হওয়ার কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে। সেই সঙ্গে তারা - জানিয়ে দেয়, কবে, কখন আবার পরীক্ষা নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষার্থীদের যথেষ্ট সময় আগেই বলে দেওয়া হবে।যাতে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারে


CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 





Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post