অবশেষে বাতিল হল মাধ্যমিক পরীক্ষা স্থগিত উচ্চমাধ্যমিক

Madhyamik exam Canceled in NIOS


স্বাভাবিক জীবনযাপনের প্রায় সব কিছু বাদ দিতে হয়েছে করোনার প্রলয়ে। আর করোনার দ্বিতীয় ঢেউ যেন সেই প্রলয় কে মহাপ্রলয়ে পরিণত করেছে। দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে লকডাউন। আমাদের রাজ্যেও শুরু হয়েছে কার্যত লকডাউন। এই অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো একেবারে উচিৎ নয়। সংক্রমণ কমাতে সবথেকে বেশি জরুরি সতর্কতা অবলম্বন

 

Cick To Join Our - Whatsapp Group

 


 

দেশ জুড়ে করোনা সংক্রমণের হার উত্তরোত্তর বেড়ে যাওয়ার কারণে সব থেকে বেশি প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। রাজ্যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনা প্রভাব সিবিএসই আইসিএসই বোর্ডের পরীক্ষার ওপরও পড়েছে। 

 

 

 

 

আর এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই  দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। পাশাপাশি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, জুন মাসে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। 

 

 

 

 

এদিন দশম শ্রেণির পরীক্ষা বাতিল প্রসঙ্গে পরীক্ষা নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষা নেওয়া না হলেও, দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে একটি মাপকাঠি নির্ধারিত করা হবে। পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখেই দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশিত হবে। 

 

 

 

 

তবে সেই ফলাফল নিয়ে যদি কোন ছাত্র ছাত্রী সন্তুষ্ট না থাকেন, তাহলে তাঁদের আবার পরীক্ষা দেবার সুযোগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়ে যাওয়ার পর্যন্ত কিন্তু পরিক্ষার্থী দের অপেক্ষা করতে হবে, কারণ করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই 

সেই পরীক্ষা নেওয়া হবে

 

 

 

 

মাধ্যমিক পরীক্ষা বাতিলের সাথে সাথে, উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের তরফে এদিন একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ইনস্টিটিউটের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আগামী ২০ জুন ফের পরিস্থিতির পর্যালোচনা করা হবে। তবে পরিক্ষার্থী দের দুশ্চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষার দিন ঘোষণার পরে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। পরীক্ষার দিন ঘোষণার ১৫ দিন আগে ছাত্র ছাত্রীদের সব জানিয়ে দেওয়া হবে

 


 

 

এদিন বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবকরাই।তাঁদের মতে, বোর্ডের তরফে পরীক্ষাকেন্দ্রে গিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হত, আর এই মহামারীর পরিস্থিতিতে তা খুবই ঝুঁকিপূর্ণ হত। সেদিক থেকে দেখতে গেলে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ফলাফল মূল্যায়নের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ছাত্র ছাত্রীদের ভালোই হবে।এতে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করে হবে বলে আশা করে যায়

 


CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post