ব্ল্যাক ফাঙ্গাস কে মহামারী ঘোষণা করে কেন্দ্রের চিঠি রাজ্যকে, রাজ্যের থেকে তথ্যও তলব কেন্দ্রের

Central government declares black fungus as epidemic

কথায় আছে 'একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর'এক করোনা আমাদের জীবনকে ওষ্ঠাগত করে তুলেছে। তা থেকে বাঁচতে প্রতিনিয়ত সকলেই লড়াই করে চলেছি। তবুও করোনা থেকে এখনো পর্যন্ত পিছু ছাড়াতে পারিনি আমরা। অথচ তারই মধ্যে আরো এক ভাইরাস আমদের পিছু নিয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস

 

Cick To Join Our - Whatsapp Group

 

 এবার সেই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারি ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে, এই রোগকে মহামারি ঘোষণার জন্য।  এই ব্ল্যাক ফাঙ্গাস রোগকেমহামারি আইন’-এর অধীকে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর চিঠিতে। এর অর্থ, রাজ্যগুলিতে ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানাতে হবে। ঠিক যেমনটা হচ্ছে করোনাভাইরাসের ক্ষেত্রে

 

 

 

 

মহামারি সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিকে মেনে চলতে হবে

 

 

 

 

এখনও পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস  রোগটি করোনা রোগীদের মধ্যেই বেশি দেখা গেছে। কোরোনা থেকে সেরে ওঠার মুখেই , ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। যদিও করোনা রোগী ছাড়া অন্যরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে। ব্ল্যাক ফাঙ্গাস রোগের লক্ষণ হিসাবে যেগুলি দেখা যাচ্ছে, তা নাকের উপর কালো ছোপ, দেখতে অসুবিধা হওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা

 

 

 

 

মহারাষ্ট্রে ইতিমধ্যেই দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছেন। ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। পশ্চিমবঙ্গেও পাঁচজনের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে। রাজস্থান এবং তেলঙ্গানা ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসাবে ঘোষণা করেছে। এমস কেন্দ্রকে পরামর্শ দেয় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণার জন্য। এর পরই সমস্ত রাজ্যগুলিকে পথে হাঁটতে বলল কেন্দ্র


CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post