দুয়ারে রেশন' বিলি হলো ঝাড়গ্রাম ও বীরভূমের কিছু গ্রামে, ঘরের দুয়ারে পৌঁছে গেল খাদ্যসামগ্রী
শুরু হলো প্রতিশ্রুতি রাখার পালা। ক্ষমতায় ফিরলে পৌঁছে যাবে দুয়ারে দুয়ারে রেশন। মুখ্যমন্ত্রী দেওয়া সেই কোথাই যেন চোখের সামনে দেখতে পেলো রাজ্যবাসী। গত মঙ্গলবার খাদ্যদফতরের একটি বৈঠকে সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
রাজ্যের মোট ২৩ জেলার একটি করে রেশন দোকান ও শহরাঞ্চলের ৬ টি দোকান, মোট ২৮ টি রেশন দোকান বেছে নিয়ে, সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে দুয়ারে রেশন, এমনই স্থির হয়েছিল মঙ্গলবার খাদ্যদপ্তরের বিশেষ বৈঠকে। বাস্তবে দেখা গেল, নির্দিষ্ট দিনে প্রকল্পের কাজ শুরুর আগেই প্রস্তুতি হিসেবে রেশন বণ্টন চালু করে দিল দুই জেলা। ঝাড়গ্রাম এবং বীরভূমের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল সকাল পৌঁছে গেল দুয়ারে রেশন। খুশি গ্রাহকরা।
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সাতবাঁকি গ্রাম। সবে সকালের ব্যস্ততা শুরু হয়েছে। তারই মধ্যে গ্রামবাসী দের অবাক করে দিয়ে বস্তা বস্তা খাদ্যসামগ্রী, ওজন মাপার যন্ত্র নিয়ে গ্রামে পৌঁছে গিয়েছেন রেশন দোকানের কর্মী, আধিকারিকরা। ৩৫ টি পরিবারকে এভাবেই তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী। আর এভাবেই বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু হয়ে গেল দুয়ারে রেশন প্রকল্পের কাজ ।ঝাড়গ্রাম জেলার খাদ্য নিয়ামক মিঠুন দাস বলেন,ঝাড়গ্রাম জেলাতেই প্রথম পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন চালু হল এদিন। পরবর্তীতে আমরা চেষ্টা করবো পদ্ধতিগত দিক থেকে এই পরিষেবাকে আরও উন্নত করার।অন্যদিকে, এদিনই দুয়ারে রেশনের মহড়া শুরু হয়েছে বীরভূমের সিউড়িতে। সেখানেও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে রেশন সামগ্রী। এখানেও একই পদ্ধতিতে ওজন মাপার যন্ত্র নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে পরিবার পিছু নির্দিষ্ট পরিমাণ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতে ফের ক্ষমতায় এলে, তাঁর সরকার এবার রেশন পৌঁছে দেবে ঘরের দুয়ারে। কাউকে রেশন দোকানে গিয়ে, ডিজিটাল কার্ড দেখিয়ে, লাইনে দাঁড়িয়ে কষ্ট করে রেশন তুলতে হবে না। ঘরেই পৌঁছে যাবে চাল, আটা। যেমন কথা, তেমনই কাজ।
ভোটে জিতে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল প্রকল্প বাস্তবায়নের তৎপরতা। নির্দিষ্ট দিনক্ষণ স্থির করার পরও তার একদিন আগেই জঙ্গলমহল এলাকার প্রত্যন্ত অঞ্চলে শুরু হল বাড়ি বাড়ি রেশন বিলি। যতই তা পরীক্ষামূলকভাবে হোক, কোনো লাইনে দাঁড়ানো ছাড়ায়, এভাবে ঘরের সামনে রেশন পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি ও আপ্লুত সাধারণ মানুষ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন