কোভ্যাক্সিনের দাম ঘোষণা করলো ভারত বায়োটেক

coronavirus-in-india-covaxin-to-cost-rs-1200-for-private-hospitals-and-rs-600-for-states-run-hospitals-says-bharat-biotech

কোভ্যাক্সিনের দাম ঘোষণা করলো ভারত বায়োটেক

coronavirus-in-india-covaxin-to-cost-rs-1200-for-private-hospitals-and-rs-600-for-states-run-hospitals-says-bharat-biotech : এর আগে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড এর দাম ঘোষণা করেছিল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া । আর আজ ভারত বায়োটেক কোভ্যাক্সিনের দাম ঘোষণা করা হল । দেখা যাচ্ছে কোভ্যাকসিনের দাম কোভিশিল্ডের প্রায় দ্বিগুন । 


Cick To Join Our - Whatsapp Group


সিরাম ইনস্টিটিউট আগেই জানিয়েছে কোভিশিল্ডের একটি ডোজ রাজ্য সরকার কিনতে পারবে চারশ টাকায় । অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে হবে ৬০০ টাকা দিয়ে । এরপর পরই সরব হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি এবিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন । তিনি জানতে কেন্দ্র সরকার যেখানে ১৫০ টাকা দিয়ে কোভিশিল্ড কিনতে পারবে সেখানে কেন রাজ্য সরকারকে ৪০০ টাকা দিয়ে কিনতে হবে । অন্যদিকে কেনই বা বেসরকারি হাসপাতালগুলিকে আরও বেশি দাম দিয়ে কিনতে হবে ? একই দেশে তিনরকম দাম কেন ?


আর আজ ভারত বায়োটেকের কোভ্যাকসিনের দাম ঘোষণা হতেই দেখা গেলো তা কোভিশিল্ড কেও ছাপিয়ে গেছে । রাজ্য সরকার কোভ্যাক্সিন কিনতে পারবে ৬০০ টাকায় অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে ১২০০ টাকা দিয়ে এই টিকা কিনতে হবে । 


ভারত বায়োটেকের তরফ থেকে জানানো হয়েছে ভ্যাক্সিন তৈরি করতে গিয়ে যে খরচ হয়েছে তা তুলতেই এই দাম রাখা হয়েছে । 




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 







Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post