শুভেন্দু অধিকারী কে নির্বাচন কমিশনের নোটিশ, অভিযোগ কান্দির সভা নিয়ে
Election Commission give notice to Shuvendu Adhikari

সদ্য পদ্ম শিবিরে যোগদান করা শুভেন্দু অধিকারী কে শোকচ নোটিশ পাঠালো কমিশন । তাঁর বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে । মুর্শিদাবাদ জেলার কান্দি বিধান সভা এলাকায় নির্বাচনী জনসভা করেন শুভেন্দুবাবু । ওই জনসভায় কোনো রকম করোনা বিধি পালন না করে কমিশনের নির্দেশ অমান্য করেছেন তিনি । শাসকদলের স্থানীয় কিছু নেতৃবৃন্দ এর অভিযোগের ভিত্তিতে কমিশনে যান জেলা নেতৃত্ব । সেই অভিযোগের ভিত্তি তেই শনিবার সন্ধ্যা নাগাদ শুভেন্দুকে নোটিশ পাঠিয়েছে কমিশন ।


Cick To Join Our - Whatsapp Group

 


ওই জনসভায় ৫০০ এর বেশি মানুষ জমায়েত হয়েছিলেন । কান্দি বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে জনসভা হয়েছিল আর সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

করোনার সংক্রমণ রুখতে গত ২২ শে এপ্রিল একটি নির্দেশ এ শারীরিক দূরত্ব বজায় রাখা ও ৫০০ জনের  বেশি লোক জমায়েতে , কমিশন নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু শাসক দলের অভিযোগ এগুলোর কোনোটাই এই সভায় পালন করা হয়নি । এছাড়া শাসকদল আরো আবেদন জানিয়েছে, শুভেন্দু কে আরো যে সমস্ত সভার অনুমতি দেওয়া হয়েছে তাও বাতিল করা হোক । কান্দি বিধান সভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে কান্দি তে সভা হয়েছে, আর সেই জন্যই কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে।

যদিও এই অভিযোগের সমস্ত টাই অস্বীকার করেছেন প্রার্থী গৌতম। তিনি দাবি করেন , কোভিডি স্বাস্থ্যবিধি মেনেই এই সভা করা হয়েছিলো । তাই কমিশন শোকচ করলে তার জবাব ও দেওয়া হবে ।



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post