বিতর্ক উস্কে দিয়ে এবার থানা ঘেরাও এর বার্তা মুখ্যমন্ত্রীর
বিতর্ক উস্কে দিয়ে এবার থানা ঘেরাও এর বার্তা মুখ্যমন্ত্রীর
mamata banerjee ask people to gherao police station : পুলিশকে ঘেরাও এর বার্তা দিয়ে আবারও বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন কমিশনের নির্দেশে বড় জনসভা আর করা যাচ্ছে না । আর সেকারনে মুখ্যমন্ত্রীকে বাতিল করতে হয়েছে বীরভূম , বর্ধমানের বেশ কয়েকটি জনসভা ।
জনসভা বাতিল করলেও ভার্চুয়াল জনসভা করছেন মুখ্যমন্ত্রী । আজ বীরভূমে জনসভা করার ক্ষেত্রে বোলপুরের গীতাঞ্জলী হলকে বেছে নিলেন ।সেখান থেকেই তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন অভিসারদের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে ভোটের পরে সুপ্রিম কোর্ট যাওয়ার হুমকি দিলেন ।
তিনি বলেন বেছে বেছে তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করছে । আজ আরও একবা সিআরপিএফের গুলি চালনা নিয়ে প্রশ্ন ছুরে দিলেন । তিনি বলেন ভোটের পর বিচার হবে । পুলিশের উদ্দেশ্যে বলেন আজ যেসকল রাজ্যপুলিশ বিজেপির তাবেদারি করছেন ভোট পার হলে তাদের সাথে বসবেন মুখ্যমন্ত্রী ।
অন্যায়ভাবে তৃণমূলকর্মীদের গ্রেফতার করার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন ভোটের আগের রাত্রে পুলিশ তৃণমূল কর্মীদের গ্রেফতার করে নিচ্ছে । যাদের যেখানে ভোট রয়েছে সকলকে তিনি বলেন এখন থেকে সাবধানতা অবলম্বন করুন । একদিকে কোভিডের লড়াই অন্যদিকে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে যাতে আমাদের কর্মিরা ভোট করতে না পারে । তাই এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আর এরপরই তিনি বলেন যদি কাউকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেন তার ছেলেমেয়েরা রাত্রিবেলায় থানায় গিয়ে বসে থাকবেন । থানা ঘেরাও করবেন । আর এরপরই বিতর্ক আরও একবার উস্কে দিলেন ।
এর আগে শীতলকুচির গুলি চালনার আগে তিনি বলেছিলেন একদল সি আর পি এফ ঘেরাও করবেন আর একদল ভোট দিতে যাবেন । পরে গুলি চললে বিজেপি মুখ্যমন্ত্রীকেই এই গুলি চালনার মুল দায়ী বলে দাবি করে এসেছে ।
তবে মুখ্যমন্ত্রী এবার শুধু পুলিশ ঘেরাওতেই থেমে থাকেন নি । তিনি আরও বলেছেন প্রশ্ন করবেন অন্যায়ভাবে গ্রেফতার কেন করা হয়েছে তার জবাব চাইবেন । দরকার হলে কোর্টের কাছেও জেতে হবে । হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মুভ করবো আমরা । যদি কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে এফ আই আর করবেন ।
এখন দেখার বিষয় পুলিশ ঘেরাও এর বিষয়টি নিয়ে আগামী জল কতটা গড়াই ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন