বিতর্ক উস্কে দিয়ে এবার থানা ঘেরাও এর বার্তা মুখ্যমন্ত্রীর 

mamata banerjee ask people to gherao police station


বিতর্ক উস্কে দিয়ে এবার থানা ঘেরাও এর বার্তা মুখ্যমন্ত্রীর 

mamata banerjee ask people to gherao police station : পুলিশকে ঘেরাও এর বার্তা দিয়ে আবারও বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন কমিশনের নির্দেশে বড় জনসভা আর করা যাচ্ছে না । আর সেকারনে মুখ্যমন্ত্রীকে বাতিল করতে হয়েছে বীরভূম , বর্ধমানের বেশ কয়েকটি জনসভা । 

Cick To Join Our - Whatsapp Group



জনসভা বাতিল করলেও ভার্চুয়াল জনসভা করছেন মুখ্যমন্ত্রী । আজ বীরভূমে জনসভা করার ক্ষেত্রে বোলপুরের গীতাঞ্জলী হলকে বেছে নিলেন ।সেখান থেকেই তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন অভিসারদের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে ভোটের পরে সুপ্রিম কোর্ট যাওয়ার হুমকি দিলেন । 

তিনি বলেন বেছে বেছে তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করছে । আজ আরও একবা সিআরপিএফের গুলি চালনা নিয়ে প্রশ্ন ছুরে দিলেন । তিনি বলেন ভোটের পর বিচার হবে । পুলিশের উদ্দেশ্যে বলেন আজ যেসকল রাজ্যপুলিশ বিজেপির তাবেদারি করছেন ভোট পার হলে তাদের সাথে বসবেন মুখ্যমন্ত্রী । 

অন্যায়ভাবে তৃণমূলকর্মীদের গ্রেফতার করার বিষয়ে বলতে গিয়ে  তিনি বলেন ভোটের আগের রাত্রে পুলিশ তৃণমূল কর্মীদের গ্রেফতার করে নিচ্ছে । যাদের যেখানে ভোট রয়েছে সকলকে তিনি বলেন এখন থেকে সাবধানতা অবলম্বন করুন । একদিকে কোভিডের লড়াই অন্যদিকে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে যাতে আমাদের কর্মিরা ভোট করতে না পারে । তাই এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আর এরপরই তিনি বলেন যদি কাউকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেন তার ছেলেমেয়েরা রাত্রিবেলায় থানায় গিয়ে বসে থাকবেন । থানা ঘেরাও করবেন । আর এরপরই বিতর্ক আরও একবার উস্কে দিলেন । 

এর আগে শীতলকুচির গুলি চালনার আগে তিনি বলেছিলেন একদল সি আর পি এফ ঘেরাও করবেন আর একদল ভোট দিতে যাবেন । পরে গুলি চললে বিজেপি মুখ্যমন্ত্রীকেই এই গুলি চালনার মুল দায়ী বলে দাবি করে এসেছে ।
 



 তবে মুখ্যমন্ত্রী এবার শুধু পুলিশ ঘেরাওতেই থেমে থাকেন নি । তিনি আরও বলেছেন প্রশ্ন করবেন অন্যায়ভাবে গ্রেফতার কেন করা হয়েছে তার জবাব চাইবেন । দরকার হলে কোর্টের কাছেও জেতে হবে  । হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মুভ করবো আমরা । যদি কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে এফ আই আর করবেন ।
এখন দেখার বিষয় পুলিশ ঘেরাও এর বিষয়টি নিয়ে আগামী জল কতটা গড়াই ।



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post