সুখবরঃ জানুয়ারি থেকে মহার্ঘ্য ভাতায় বৃদ্ধি সরকারী কর্মচারীদের

central government employees are expected to get four percent increase in dearness allowance



central government employees are expected to get four percent increase in dearness allowance : এই নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর । মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুসারে । জানুয়ারি মাস থেকেই এই বৃদ্ধি ঘটবে বলে খবর ।


Click To Join Our - Whatsapp Group


বিভিন্ন সংবাদপত্রের সুত্র অনুসারে জানা যাচ্ছে ৪ % মহার্ঘ্য ভাতায় বৃদ্ধি হতে চলেছে । এবং সপ্তম পে কমিশনের দেওয়া সুপারিশে যে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সূত্রের কথা বলা হয়েছে সেই অনুসারেই  এই বৃদ্ধি ঘটছে ।  


এবিষয়ে স্মরণীয় যে গতবছর মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল । যেখানে বলা হয়েছিল ০১.০১.২০২০ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৪% মহার্ঘ্য ভাতায় ( DA & DR ) বৃদ্ধি করা হবে । অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই ভাতা বর্তমানে বেসিক পে / পেনশনের উপর ১৭ % । এর উপর ৪% বৃদ্ধি পেয়ে ২১ % হতে চলেছে । 


2021-21 অর্থবর্ষে ডি.এ (Dearness Allowance)  এবং ডি.আর (Dearness Releif)  দিতে গিয়ে কেন্দ্রীয় কোষাগারের খরচ হয়েছিল যথাক্রমে ১২৫১০.০৪ কোটি টাকা এবং ১৪৫৯৫.০৪ কোটি টাকা । 


অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে নতুন  এই সিদ্ধান্তের ফলে ৪৮.৩৪ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৫.২৬ লক্ষ পেনশনভোগী মহার্ঘ্য ভাতার সুবিধা পেতে চলেছেন ।


এদিকে গত সপ্তাহে মোদী সরকার সরকারী কর্মচারীদের প্রতিবন্ধী ক্ষতিপূরণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে যদি কোনও সরকারী কর্মচারী কর্মরত  অবস্থায় অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে সরকারের তরফে যে ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে তার বৃদ্ধি ঘটতে চলেছে ।  এই সিদ্ধান্তের ফলে সি আর পি এফ , সি আই এস এফ , বি এস এফ এর তরুণরা উপকৃত হতে চলেছে যারা তাদের অক্ষমতার জন্য চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ।



Source - Zee News




খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 








Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post