শুরু হচ্ছে করোনা টীকাকরণ প্রক্রিয়া , জেনে নিন কবে থেকে ?

central government announced corona vaccination started from 13 january




central government announced corona vaccination started from 13 january : করোনা ভ্যাকসিন তৈরি হওয়ার পর থেকেই মানুষের মনে প্রশ্ন ছিল কবে থেকে শুরু হবে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া । অবশেষে সেই প্রশ্নের উত্তর মিললো ভারত সরকারের তরফে । 

Click To Join Our - Whatsapp Group


গত রবিবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ( ডি জি সি আই ) দুটি ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছিল । যথা – কোভ্যাকসিন এবং কোভিশিল্ড । আর আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল আগামী দশ দিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া । আগামী ১৩ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশজুরে টিকাকরন প্রক্রিয়া । 



টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেও এই টিকাকরণ আপাতত আপামর জনসাধারনের জন্য নয় । প্রথম ফেজে স্বাস্থ্যকর্মী , করোনা যোদ্ধা এবং ৫০ এর উর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে । 


বলা হচ্ছে আপাতত দেশের ৩০ কোটি মানুষকে  এই টিকাকরণ করা হচ্ছে । এবিষয়য়ে বলে রাখা ভালো দেশে কোভিশিল্ডের ৫ কোটি ভ্যাকসিন মজুত রয়েছে । আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আরও ৫ কোটি ভ্যাকসিন এর মজুত করতে হবে । 


কিন্তু সারা দেশের ৩০ কোটি মানুষ কেও যদি দুটি করে ভ্যাকসিন দেওয়া হয় সেক্ষেত্রেও ৬০ কোটির বেশি ভ্যাকসিন প্রয়োজন । কিভাবে এত সংখ্যক ভ্যাকসিন পাওয়া যাবে তার কোন তথ্য এখনও পাওয়া যায় নি। 


অন্যদিকে দেশে ৫০ বছরের নিচের মোট জনসংখ্যা ৫০ কোটির উপর । তাহলে তারাই বা কবে থেকে পাবে ভ্যাকসিন । এরও কোন সদুত্তর মেলেনি । তাই মনে করা হচ্ছে সাধারন জনগণের জন্য এই ভ্যাকসিন আসতে প্রায় বছরের শেষ হয়ে যেতে পারে । 
  




খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 








Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post