মিসড কলেই হবে গ্যাস বুকিং , যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রের
lpg cylinder new missed call booking facility launched indane : রান্নার গ্যাস
বর্তমানে অনেকটাই সহজলভ্য । কিছুদিন আগের কথা মনে পড়লে অবাক হতে হয় যে একটি রান্নার
সিলিন্ডারকে অনেকসময় কত বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে ! অথবা কতদূর থেকে সেই গ্যাস আনতে
হয়েছে !
কিন্তু বর্তমানে
সেই অবস্থা পালটে গেছে । রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা
নেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলির তরফে । বর্তমানে একটি নাম্বারে
কল করে ফোনের ওপার থেকে দেওয়া নির্দেশ পালন করে ২ মিনিটের মধ্যেই গ্যাস বুকিং করা সম্ভব
।
কিন্তু এবার এই
পদ্ধতিকে ২ মিনিট থেকে ২ সেকেন্ডে নামিয়ে আনা হল । এবার থেকে কেবলমাত্র একটি নাম্বারে
মিসড কল দিয়েই গ্যাসের বুকিং সম্ভব । INDANE গ্যাস সংস্থার পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহন
করা হয়েছে । যুগান্তকারী এই পদক্ষেপ গ্রহন
করার ফলে স্বাভাবিক ভাবেই খুশি হয়েছেন গ্রাহকেরা ।
নতুন এই ব্যবস্থা
আসার ফলে কোন জায়গায় যদি ইন্টারনেট পরিষেবা না থাকে অথবা অন্য কোন অসুবিধার সম্মুখীন
হয়ে থাকেন গ্রাহকেরা সেক্ষেত্রে কেবলমাত্র মিসড কল দিয়েই রান্নার গ্যাস বুকিং করে নিতে
পারবেন তারা । আর এই বুকিং করার ক্ষেত্রে গ্রাহকদের কোনরকম খরচ বহন করতে হবে না এমনটাই
জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ।
শুক্রবার
INDIAN OIL এর এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
। ভুবনেশ্বর থেকে ডিজিটাল ব্যবস্থাপনায় এই উদ্বোধন করা হয় ।এই নতুন ব্যবস্থাপনা আসার
পর INDANE গ্রাহকেরা 8454955555 কেবলমাত্র মিসড কল দিলেই তাদের রান্নার গ্যাস বুকিং
হয়ে যাবে । তবে এই মিসড কল গ্যাস কোম্পানিতে গ্রাহকদের দেওয়া রেজিস্টার নাম্বার থেকেই
করতে হবে । নাহলে এর সুবিধা পাওয়া যাবে না ।
এই ব্যবস্থার
কিছু সুবিধা রয়েছে প্রথম সব থেকে বড় সুবিধা
হল মিসড কল বুকিং এর ক্ষেত্রে কোন চার্জ লাগবে না । তাই অনেকসময় মোবাইলে ব্যালেন্স
না থাকলে কল করে বুকিং করা সম্ভব হত না । কিন্তু এবার থেকে মোবাইলে ব্যালেন্স না থাকলেও
গ্যাস বুকিং করা সম্ভব হচ্ছে ।
প্রবীণ নাগরিকদের
ক্ষেত্রে আই ভি আর বুকিং বেশ ঝামেলার ছিল । কিন্তু মিসড কল বুকিং এসে যাওয়ায় তারাও
খুব সহজেই এক ক্লিকেই বুকিং করতে পারবেন ।
গ্যাস কোম্পানি
INDANE এর পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন ব্যবস্থা চালু হলেও আই ভি আর বুকিং , হোয়াটসঅ্যাপ
বুকিং এবং অ্যাপ বুকিং প্রভৃতি পুরাতন পদ্ধতিগুলিও চালু থাকবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন